ICC World Cup 2023: ধরমশালায় দলাই লামার সঙ্গে সাক্ষাৎ কিউয়িদের, কোহলি গেলেন তপোবন আশ্রমে
Image Credit source: Twitter
ধরমশালা: ভারতের একাধিক ক্রিকেট স্টেডিয়াম বিদেশি ক্রিকেটারদের বিশেষ পছন্দের। তার মধ্যে ধরমশালা স্টেডিয়াম একটু বাড়তি গুরুত্ব পায়। নৈস্বর্গিক সৌন্দর্যের জন্য। দেশ-বিদেশের ক্রিকেটারদের ধরমশালায় নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ বিশেষ পছন্দের। যে কারণে ধরমশালায় ম্যাচ থাকলেই যে কোনও দেশের ক্রিকেটাররা সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন। রোহিতদের ধরমশালায় কিউয়িদের বিরুদ্ধে রবিবার ম্যাচ ছিল। সাধারণত ম্যাচ হয়ে গেলে ক্রিকেটাররা পরের ভেনুতে চলে যান। কিন্তু ধরমশালার টান কাটাতে পারেন না অনেক ক্রিকেটারই। ভারতের পরবর্তী ম্যাচ আগামী রবিবার। তাই এখন দিন দু’য়েকের ছুটি পেয়েছেন ভারতের ক্রিকেটাররা। এই সুযোগে বিরাট কোহলি গেলেন ধরমশালায় চিন্ময় তপোবন আশ্রমে। অন্যদিকে ধরমশালায় তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেছেন কিউয়ি ক্রিকেটাররা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…