মুম্বই: ওয়াংখেড়েতে আজ বড় পরীক্ষা বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেহেদি হাসান মিরাজরা। প্রোটিয়াদের ব্যাট-বলের শাসম অচেনা নয় কারও, তাই এইডেন মার্কব়্যামদের কাছে মাথা তুলে দাঁড়াতে বেশ বেগ পেতে হবে বাংলাদেশকে তা নিয়ে কোনও সন্দেহ নেই। চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে টাইগাররা। অন্যদিকে এখনও পর্যন্ত শুধু এক ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল প্রোটিয়ারা। ধারে ও ভারে সব দিক থেকেই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আজ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। এঅই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates