Virat Kohli: ধারাবাহিক সাফল্য় আসে কীসে? বিরাট ফাঁস করে দিলেন বিশ্বকাপ ফর্মের রহস্য!Image Credit source: Twitter
নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC World Cup 2023) দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সবে পাঁচটা ম্যাচ খেলেছে ভারত। এরই মধ্যে একাধিক রেকর্ড ভেঙে ফেলেছেন বিরাট। আরও রেকর্ড ভাঙার অপেক্ষায় রয়েছেন। বিশ্বকাপে আপাতত ৩৫৪ রান করেছেন। বিপদের সময় টিমকে দিয়েছেন ভরসা। পৌঁছে দিয়েছেন জয়ে। এই বিরাট চাপের মুখে কী ভাবে পারফর্ম করেন? রোজ কী ভাবে ফোকাস করেন? সাফল্য পান? এ নিয়ে চর্চার শেষ নেই। সেই রহস্য এ বার ফাঁস করলেন খোদ বিরাটই। এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন অনেক কথাই। TV9Bangla Sports এ বিস্তারিত।
স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বিরাট বলেছেন, ‘রোজ কী ভাবে উন্নতি করা যায়, সে দিকে ফোকাস করি, কঠোর পরিশ্রম করি। প্রতিটা প্র্যাক্টিস সেশন, প্রতিটা বছর, প্রতিটা মরসুম এই একই কাজ করে যাই। যাতে দীর্ঘ সময় ধরে সেরাটা দিতে পারি, পারফর্ম করতে পারি।’ বিরাটের এমন ভাবনা নিয়ে বিশ্ব ক্রিকেটে নামা ক্রিকেটারের সংখ্যা কম নয়। কিন্তু নিজের কাজে একশো শতাংশ ফোকাসড থাকাটা যে সহজ নয়, খুব ভালো করে জানেন তাঁরা। বিশেষ করে বছরের পর বছর একই কাজ করে যাওয়া কঠিন। একই ভাবে নিজেকে প্রতি ম্যাচে তুলে ধরাটাও সহজ নয়। এর জন্য সাফল্য পাওয়ার এই পথ বেছেছেন বিরাট।
নিজের উন্নতির জন্য ধারাবাহিক ভাবে খাটার পাশাপাশি দায়বদ্ধতা রাখাটা ভীষণ জরুরি। যে কথা মনে পড়িয়ে দিচ্ছেন বিরাট। ভারতের এই প্রজন্মের সেরা ক্রিকেটারের মন্তব্য, ‘আমার মনে হয়, ধারাবাহিক ভাবে পারফর্ম করতে হলে দায়বদ্ধতা থাকা জরুরি। যাদের একটা লক্ষ্য থাকে, তারা কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছলে তবেই তৃপ্তি পায়। যতক্ষণ না সেটা আসে, ততক্ষণ তারা পরিশ্রম করে যায়।’
একই সঙ্গে বিরাট বলে দিচ্ছেন, ‘আমি সময় আরও ভালো কী ভাবে করা যায়, সেই লক্ষ্যের দিকে ছুটি। এক্সিলেন্সের পিছনে ছুটি না। সত্যি বলতে কী, কাকে বলে এক্সিলেন্স তা আমার জানাও নেই। আর সেই কারণেই আমি নিজেকে উন্নত করার চেষ্টা করি। যখন একটা মানসিকতা তৈরি হয়ে যায়, দায়বদ্ধতা চলে আসে, তখন পারফরম্যান্সও বেরিয়ে আসে।