ICC ODI World Cup 2023: আফগানদের কাছে লজ্জার হার, পিসিবি চেয়ারম্যানকে কটাক্ষ ওয়াসিম আক্রমের


নয়াদিল্লি: এ বারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) মোটেই ভাগ্য সঙ্গ দিচ্ছে না পাকিস্তানের। টানা ৩ ম্যাচে হেরে মুখ পুড়েছে পাকিস্তানের। ইতিমধ্যেই দলের অধিনিায়ক বদলের পরিকল্পনা করছে পাকিস্তান। এর মাঝেই দলের পারফরম্যান্সে হতাশ হয়ে পিসবি চেয়ারম্যানকে বিঁধলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। কী বলছেন আক্রম? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঠোঁট কাটা হিসেবে বরাবরই পরিচিত আক্রম। সম্প্রতি পাকিস্তানের পারফরম্যান্সে ভীষণ হতাশ তিনি। এক কথায় ফুঁসছেন আক্রম। দলের এই পারফরম্যান্সের জন্য বাবরদের আগেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি। এ বার আক্রমের নিশানা পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ। এশিয়া কাপের আগেই নজম শেঠির পরিবর্তে দায়িত্ব আসেন আশরফ। আফগানিস্তানের কাছে লজ্জাজনক হারের পর পিসিবি কর্তাকে নিশানা করে আক্রম বলেন, “দায়িত্বে এসে নিজের মতো করে যাঁকে পেরেছেন নিয়েছেন, ইচ্ছেমতো ছাঁটাই করেছেন। আপনি বিদেশি কোচদের নিয়োগ করতে চেয়েছিলেন, সেই ইচ্ছেও পূরণ হয়েছে। এ বার অন্তত নিজের কথা না ভেবে দলের কথা ভাবুন।”

এই খবরটিও পড়ুন

কথায়-কথায় দলে নানা পরিবর্তনকে একেবারেই ভালো চোখে দেখছেন না এই কিংবদন্তি পেসার। তাঁর কথায়, “অকারণে কোনও পরিবর্তনের কোনও দরকার নেই। দলকে এ বার ছেড়ে দিন। অযথা কোনও সিদ্ধান্ত নিয়ে বদল করতে যাবেন না কিছু।” বোঝাই যাচ্ছে সব মিলিয়ে পাকিস্তান বোর্ড ও দলের প্রতি রেগে রয়েছেন আক্রম। এর আগে বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেও বিতর্কে জড়ান তিনি।  কোনও রাখঢাক না করেই প্রকাশ্যে বাবরদের একহাত নিয়েছেন। লজ্জাজনক হারের পর তিনি বলেন,” গত দুই বছর ধরে কোনও ফিটনেস টেস্ট-ই নেওয়া হয়নি প্লেয়ারদের। চোখ-মুখ ফুলে গিয়েছে।মনে হচ্ছে ওরা রোজ ৮ কেজি করে মটন খায় ওরা।” চলতি বিশ্বকাপে পাকিস্তানের ফর্ম দেখে এক আগে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন আরও এক পাক কিংবদন্তি শোয়েব মালিক। বাবরের ক্য়াপটেন্সি ছেড়ে দেওয়ার দাবি তোলেন শোয়েব।

Leave a Reply