চরম আর্থিক সঙ্কটে সৌরভের গুরু গ্রেগ চ্যাপেল, চাইলেন সাহায্য


নয়াদিল্লি: চরম আর্থিক সঙ্কটে ভুগছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। আর গ্রেগ চ্যাপেলের কথা উঠলেই যে বিষয় নিয়ে না বললেই নয়, তা হল গ্রেগ বনাম সৌরভ। তিনি যখন সৌরভ-সচিনদের কোচ ছিলেন, সেই অধ্যায়কে ভারতীয় ক্রিকেটের অন্ধকারময় অধ্যায় বলা হয়ে থাকে। সেই অজি প্রাক্তন অধিনায়ক সম্প্রতি জানিয়েছেন, তিনি আর্থিকভাবে সমস্যায় রয়েছেন। এই সঙ্কটের সময় বন্ধুদের পাশে চাইছেন গ্রেগ। ২০০৫-২০০৭ সালকে ভারতীয় ক্রিকেটে গ্রেগ জমানা বলা হয়ে থাকে। আর ওই সময় ভারতীয় ক্রিকেটের সবথেকে খারাপ অবস্থা ছিল। সৌরভের গুরু গ্রেগ এ বার আর্থিক অনটনের জন্য সাহায্য চাইলেন বন্ধুদের কাছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

তরুণ ক্রিকেটারদের তুলে আনতে এক এক করে ২০০৫-২০০৭ এর সময় ভারতীয় ক্রিকেটারদের দল থেকে ছেঁটে ফেলতে থাকেন গ্রেগ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্যেই ভারতীয় দলের কোচের পদে জায়গা পেয়েছিলেন গ্রেগ। তিনি দায়িত্ব নেওয়ার ৪ মাসের মধ্যেই অধিনায়ক সৌরভকেই দল থেকে বাদ দিয়ে দেন। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল ভারত। আর বিশ্বকাপের পর বিদায় নেন গ্রেগ চ্যাপেলও। ভারতীয় ক্রিকেটের সেই অধ্যায় বরাবর আলোচনায় থাকে।

৭৫ বছর বয়সি প্রাক্তন অজি তারকা গ্রেগ চ্যাপেল সম্প্রতি বলেছেন, ‘আর্থিক ভাবে আমিসমস্যায় আছি। এখনও গরিব হয়ে যাইনি আমি। তবে আরামের জীবনও কিন্তু কাটাতে পারছি না। আসলে সকলেই ভাবেন, আমরা ক্রিকেটার বলে হয়তো বিলাসবহুল জীবনযাপন করি। তবে সেটা সব সময় হয় না। আসলে এখনকার দিনের ক্রিকেটারেরা যে সকল সুযোগ-সুবিধা পায়, সেটা তো আর আমরা পাইনি।’

Leave a Reply