ENG vs SL, ICC WC Match Preview: সেমিফাইনালের আশা বাঁচাতে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও লঙ্কানরাImage Credit source: PTI
বেঙ্গালুরু: আগ্রাসী ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড (England) বরাবর পরিচিত। কিন্তু কোথায় সেই আগ্রাসন? গত বারের চ্যাম্পিয়নরা চলতি বিশ্বকাপের ৪ ম্যাচে খেলে ৩টিতে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে। এ বার জস বাটলারের ইংল্যান্ডের সামনে শ্রীলঙ্কা (Sri Lanka)। তাদের অবস্থাও একই। ৪টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে লঙ্কানরা। বেঙ্গালুরুতে আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য দুই দলই চাইবে চিন্নাস্বামী থেকে ২ পয়েন্ট তুলে নিতে। ফলে যে দল এই ম্যাচে হারবে, তাদের সেমিফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে যাবে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চেনা ছন্দে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছাড়া, কোনও ম্যাচেই আমরা ভালো পারফর্ম করতে পারিনি। দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছে না। অন্যদিকে বোলাররা প্রতিপক্ষের রান আটকাতে ব্যর্থ। আমাদের দ্রুতই এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরা পারফরমেন্স দিয়ে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই আমরা।’
অন্যদিকে ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার মইন আলি পরিষ্কার জানিয়েছেন, চলতি বিশ্বকাপে তাঁর দল আগ্রাসী ক্রিকেট খেলতে পারছে না। যার ছাপ পড়ছে ম্যাচের রেজাল্টে। ধারাবাহিক আগ্রাসন ধরে রাখা কঠিন। কিন্তু নিজেদের স্বভাবসিদ্ধ খেলাটা তুলে ধরতে পারলে, টুর্নামেন্টে তাঁদেরই লাভ হবে। একথাও বলেছেন মইন।
এদিকে, টুর্নামেন্ট শুরুর পর হারের হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিন ম্যাচ হারের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। অবশ্য লঙ্কা শিবিরে চোট সমস্যা রয়েছে। কাঁধের চোটেক কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অফ ফর্মে থাকা পেসার মাথিশা পাথিরানা। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন প্রাক্তন অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। এ বার দেখার গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাঁকে আজ একাদশে দেখা যায় কিনা। নিজেদের শেষ ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা আজ ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া।