বেঙ্গালুরু: গ্রুপ পর্বেই জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দলগুলি। আজ, বৃহস্পতিবার বিশ্বকাপের ২৪ তম ম্য়াচে মুখোমুখি ইংল্যান্ড (England) ও শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে চেনা ছন্দে নেই ইংল্যান্ড। জস বাটলার, বেন স্টোকসদের (Ben Stokes) ব্যাটের আগ্রাসন দেখা যায়নি এখনও পর্যন্ত। চার ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের আট নম্বরে জায়গা হয়েছে বিশ্ব চ্য়াম্পিয়নদের। অন্যদিকে চার ম্যাচের তিনটিতে হেরে প্রতিপক্ষ লঙ্কানদের অবস্থাও একই। এই ম্যাচে দু’পক্ষই চাইবে ২ পয়েন্ট তুলে সেমিফাইনালের দৌড়টা সহজ করার। অতীতের অন্ধকার ভুলে আলোয় ফিরতে কেমন হয় ইংল্যান্ড-শ্রীলঙ্কার লড়াই, সেটাই দেখার। এই ম্য়াচে লাইভ আপডেট পেতে অবশ্যই ক্লিক করুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
LIVE Cricket Score & Updates