বেঙ্গালুরু: এ বারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) চেনা ছন্দে নেই ইংল্য়ান্ড (England)। এখনও পর্যন্ত চার ম্যাচের মাত্র একটিতেই জয় পেয়েছেব জস বাটলারের দল। আজ, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে থ্রি-লায়ন্সরা। তাঁর আগে একটি বিষয়ে চিন্তায় ক্রিকেট প্রেমীরা। নেট অনুশীলনের সময় ইনহেলার নিতে দেখা গিয়েছে ইংলিশ তারকা বেন স্টোকসকে (Ben Stokes)। তবে কি তিনি অসুস্থ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একের পর এক চোট, আঘাত জর্জরিত স্টোকস। চলতি বিশ্বকাপেএ চোটের কারণে প্রথমের দিকের ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। চোট সারিয়ে ফিরতে না ফিরতেই আবার ইনহেলার নিতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে নেট অনুশীলনে হাজির হয়েছিল বাটলার বাহিনী। সেখানেই ইনহেলার নিতে দেখা গিয়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকসকে। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখান থেকেই দুইয়ে-দুইয়ে চার করে ফেলেছেন ক্রিকেট প্রেমীরা। তবে কি অসুস্থ স্টোকস? লঙ্কানদের বিরুদ্ধেও কি নেই স্টোকস? জল্পনা তুঙ্গে। এমনিতেই চলতি বিশ্বকাপে চাপে ইংল্যান্ড। চার ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে জায়গা হয়েছে জো রুটদের। এ দিকে যদি দলের তারকারা অসুস্থ হয়ে পড়েন তবে ইংল্য়ান্ডের জন্য মাথা তুলে দাঁড়ানোটা কঠিন হয়ে পড়বে।
চোটের কারণে প্রথমের দিকের ম্যাচে দলে ছিলেন না স্টোকস। চোট সারিয়ে সদ্য ফিরেছেন। আগ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছাপ ফেলতে পারেননি। মাত্র ৫ রান করেই ফিরতে হয় তাঁকে। আশা ছিল, লঙ্কানদের বিরুদ্ধে হয়তো সেই স্টোকস ম্যাজিক ফের দেখা যাবে। কিন্তু তাঁর এই ছবি যেন চিন্তার মেঘ জমিয়েছে ক্রিকেট প্রেমীদের মনে।