‘প্রতিপক্ষ কারা, ভাবার সময় নেই’, ডাচ ক্যাপ্টেনের কথায় প্রতিটা ম্যাচই ডু-অর-ডাইImage Credit source: AFP
‘ঘরের মাঠে’ আগামিকাল নামতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। ইডেনের গ্যালারি, প্রতিটা ইট সাকিব আল হাসান-তাসকিন আহমেদদের চেনা। অবশ্য বাংলাদেশের সামনে যে প্রতিপক্ষ রয়েছে, তাঁদেরও খুব একটা অচেনা নয় এই ক্রিকেটের নন্দনকানন। নেদারল্যান্ডের বিরুদ্ধে আগামিকাল ইডেনে ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ ঘিরে দুই দলের প্রত্যাশা অনেক। বছর ১২ আগে ইডেনে খেলে গিয়েছেন ডাচরা। ২০১১ সালের বিশ্বকাপে সে বার ডাচদের সামনে ছিল আইরিশরা। জয়ের স্বাদ সে বার পায়নি নেদারল্যান্ডস (Netherlands)। এ বার সেই স্বাদ পেতে চান বিক্রমজিৎ সিংরা। ফলে, ক্রিকেটের নন্দনকানন যে একেবারে ডাচদের অজানা, তা নয়। প্রোটিয়াদের যেভাবে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল অরেঞ্জ ব্রিগেড, তেমন ছন্দে বাংলাদেশকে এ বার হারাতে চায় স্কট এডওয়ার্ডসের (Scott Edwards) দল। শনি-দুপুরের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে স্কট এডওয়ার্ডস দলের অবস্থা, ক্রিকেটারদের মানসিকতা ও লক্ষ্য নিয়ে জানিয়েছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ডাচ ক্যাপ্টেন বলেন, ‘আমরা সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই নামছি। পরের পর্বে যেতে হলে হাতে রয়েছে ৪টে ম্যাচ। বাংলাদেশ নিশ্চিতভাবেই বড় ম্যাচ আমাদের কাছে। বিশ্বকাপে আমরা যেভাবে পারফর্ম করছি, তাতে চমকে দেওয়ার মতো কিছু আছে বলে মনে হচ্ছে না। এই টিমের মধ্যে ভালো কিছু করার রসদ রয়েছে। তবে শেষ ম্যাচে আমরা ব্যাট হাতে কিছুই করতে পারিনি। সামনে ভারত না বাংলাদেশ কে আছে, আর মাথায় রাখার মতো পরিস্থিতি নেই। আমাদের সেরাটাই দিতে হবে।’
সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছিল নেদারল্যান্ডস। স্কটের কথায়, ‘বিশ্বকাপে আমরা পা-ই রেখেছিলাম সেমিফাইনালের লক্ষ্য নিয়ে। দক্ষিণ আফ্রিকাকে হারানো চমক নয়, ওটা আমাদের পরিকল্পনাতেই ছিল। আসলে সেমিফাইনাল যে ভাবে হোক নিশ্চিত করতে চেয়েছিলাম। প্রোটিয়াদের হারানোর পর আমাদের ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল। পরের ম্যাচগুলোয় সেই ছন্দ ধরে রাখতে পারিনি।’
ডাচ অধিনায়ক একইসঙ্গে জানিয়েছেন তাঁর টিম টোটাল ক্রিকেটে ফোকাস করে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতে পা রাখার পর থেকে জোহান ক্রুয়েফের নাম অনেকবার শুনছি। আমাদের নায়ক এই দেশে যে কিংবদন্তির মর্যাদা পাচ্ছেন, ভেবে ভালো লাগছে। ক্রুয়েফের ভাবনা থাকার পাশাপাশি আমরা টোটাল ক্রিকেটে ফোকাস করি।’