Live Score: চিপকে আজ পাকিস্তানের মরণ-বাঁচন ম্যাচ, সামনে প্রোটিয়ারা


চিপকে আজ মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।Image Credit source: Graphics – TV9Bangla

Key Events

এক নজরে হেড টু হেড

ওডিআই বিশ্বকাপে ৫ বার দুই দলের সাক্ষাৎ। পাকিস্তানের জয় ২ বার। দক্ষিণ আফ্রিকার জয় ৩ বার।

পয়েন্ট টেবলে দুই দল কোন জায়গায়

বিশ্বকাপের পয়েন্ট টেবলের দুই নম্বরে প্রোটিয়ারা। ছয় নম্বরে পাকিস্তান।

LIVE Cricket Score & Updates

  • 27 Oct 2023 01:02 PM (IST)

    ICC World Cup: এক নজরে হেড টু হেড

    ভারতে চলছে ওডিআই বিশ্বকাপ। আজ মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৫ বার দুই দলের সাক্ষাৎ। তাতে কিস্তানের জয় ২ বার। দক্ষিণ আফ্রিকার জয় ৩ বার।

চেন্নাই: বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের আজ ২৬তম ম্যাচ। চিপকে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান এবং তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। ওডিআই বিশ্বকাপের মঞ্চে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে তিন বার জিতেছে প্রোটিয়ারা। আর পাকিস্তান জিতেছে ২ বার। একদিনের বিশ্বকাপে দুই দলের শেষ সাক্ষাতের কথা বললে ফিরে যেতে হবে ২০১৯ সালে। সে বার লন্ডনে প্রোটিয়াদের ৪৯ রানে হারিয়েছিল পাকিস্তান। অবশ্য এ বারের বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা এখন খুব খারাপ। টানা তিন ম্যাচ হেরে চাপে রয়েছে গ্রিন আর্মি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ছন্দে রয়েছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছেন কুইন্টন ডি’ককরা। আজ সম্মুখসমরে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

Published On – Oct 27,2023 1:00 PM

Leave a Reply