নয়াদিল্লি: ঠিক বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে যেমন চলছে চর্চা, তাঁকেও নিয়েও তাই! ক্রিকেটের মতো বিশ্ব স্কোয়াশের ‘বিরাট’ বলা যেতে পারে তাঁকে। বয়স যতই বাড়ুক, সাফল্যে কমতি নেই। সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের সিঙ্গল ও টিম ইভেন্ট থেকে জিতেছেন জোড়া পদক। ২০২৮ সালের অলিম্পিকে (Olympic 2028) ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে। মোট পাঁচটা নতুন খেলার মধ্যে রয়েছে স্কোয়াশও। পাঁচ বছর পরের অলিম্পিকে কি খেলতে দেখা যাবে সৌরভ ঘোষালকে (Saurav Ghosal)? বাঙালি স্কোয়াশ প্লেয়ার আন্তর্জাতিক স্তরে অত্যন্ত সফল মুখ। প্রভূত সাফল্য পেয়েছেন। তাও নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন সৌরভ। কী বলছেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।
১৩বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্বের প্রাক্তন ১ নম্বর প্লেয়ার স্কোয়াশের দুনিয়ায় সবচেয়ে উজ্জ্বল মুখ। ২০০৬ সালে এশিয়ান গেমসে জিতেছিলেন প্রথম পদক। ২০২৩ সালেও তাঁর ঝুলিতে সোনা-রুপোর ঝলক রয়েছে। গত বছর কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সিঙ্গলস থেকে প্রথম সোনা জিতেছিলেন। এত সাফল্য যাঁর, তিনিও জোর দিয়ে বলতে পারছেন না ২০২৮ সালের অলিম্পিকে কোর্টে দেখা যাবে তাঁকে। সৌরভ বলেও দিচ্ছেন, ‘অলিম্পিকে স্কোয়াশের ঢুকে পড়াটা বিরাট খবর। কিন্তু আমি শুধু অলিম্পিয়ান হওয়ার জন্য অলিম্পিকে নামতে চাই না। যদি খেলতে পারি, আমার খেলায় যদি প্রত্যাশা থাকে, তা হলেই অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখব। শুধু শুধু খেলার জন্য যাব না। অলিম্পিকে অংশগ্রহণ করা অবশ্যই বিরাট সম্মানের। কিন্তু আমার মনে হয় না, পাঁচ বছর অলিম্পিকের মতো আসরে খেলার জন্য আমি নিজেকে তৈরি রাখতে পারব।’
৫ বছর পর বিরাট কি অলিম্পিকে খেলবেন, তা নিয়ে চর্চার শেষ নেই। তখন বিরাটেরও বয়স চল্লিশ হবে। সৌরভ ছাড়িয়ে যাবেন ৪০এর কোঠা। ৫ বছর পর অলিম্পিকে যদি নামতে না পারেন, আক্ষেপ যে থাকবে, সন্দেহ নেই। সৌরভ বলছেন, ‘৪১-৪২ বছর বয়সে শারীরিক ভাবে আমি কী জায়গায় থাকব, সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। শুধু তাই নয়, মানসিক ভাবে আমি কেমন থাকব, সেটাই গুরুত্বপূর্ণ। অলিম্পিকে স্কোয়াশের ঢুকে পড়াটা দারুণ একটা ব্যাপার। স্কোয়াশের জন্য খুব ভালো খবর। যদি ১০ বছর কম বয়স হত আমার…!’