Rahul Dravid: বিশ্বকাপের পর শেষ হচ্ছে দ্রাবিড়ের চুক্তি, তা হলে কি বদলে যাবে ভারতের কোচ?Image Credit source: Twitter
নয়াদিল্লি: ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। আইসিসির এই মেগা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। এই টুর্নামেন্ট শেষ হলেই চুক্তি শেষ হবে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের। ২০২১ সালে রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে যাওয়ার পর দায়িত্বে আসেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তারপর থেকে রোহিত-বিরাটদের হেড স্যারের ভূমিকায় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। অবশ্য তাঁর কোচিংয়ে সেই অর্থে ভারতীয় ক্রিকেট সাফল্য আসেনি। টি-২০ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত খেললেও চ্যাম্পিয়ন হয়নি। এ বার দেখার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায়, এই টুর্নামেন্টের ফল কী হয়। অবশ্য এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেল বিশ্বকাপের পর দ্রাবিড়ের ভবিষ্যৎ কী হবে। বিশ্বকাপের পর যেহেতু শেষ হচ্ছে দ্রাবিড়ের চুক্তি, তাই ক্রিকেটমহলে প্রশ্ন উঠছে তবে কি বদলে যাবে ভারতের কোচ? বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। শোনা যাচ্ছে ওই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে দ্রাবিড়কে। আর তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে। অতীতেও তাঁকে একাধিকবার ভারতের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেখা গিয়েছে। তবে ক্রিকেট মহলে গুঞ্জন শোনা যাচ্ছে রাহুলের জুতোয় পাকাপাকিভাবে পা গলাতে পারেন লক্ষ্মণ।
বিসিসিআই সূত্রের খবর, বিশ্বকাপের পর দ্রাবিড়ের সঙ্গে নতুন চুক্তি না হলে বিরাট-রোহিতদের নতুন কোচের দায়িত্বে আসতে পারেন লক্ষ্মণই। দ্রাবিড় কি ফের ভারতের কোচের পদের জন্য পুনরায় আবেদন করবেন? যা পরিস্থিতি তাতে বোর্ডকে দ্রাবিড় এই নিয়ে এখনও কিছু জানাননি। দ্রাবিড় নতুন চুক্তি নিয়ে ইঙ্গিত দেননি বলে, বিসিসিআই তাঁর পরিবর্তে কোচের দায়িত্বে কাকে নিতে চায় সেই বিষয়ে ভাবনা এগিয়ে রেখেছে। বোর্ডের এক কর্তা এই প্রসঙ্গে বলেছেন, ‘দ্রাবিড়কে যখনই বিশ্রাম দেওয়া হয়েছে, প্রতিবারই ভিভিএস লক্ষ্মণকে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যো কারণে বিশ্বকাপের ঠিক পরের সিরিজেও দ্রাবিড় বিশ্রামে থাকলে ওকেই দায়িত্ব দেওয়া হবে। শুধু তাই নয়, তার পরও ওকেই ভারতের কোচের দায়িত্বে দেখা যেতে পারে।’