ICC ODI World Cup 2023: কলকাতায় পৌঁছেই টিম মিটিংয়ে পাকিস্তান!


কলকাতা বিমানবন্দরে বাবার আজমরাImage Credit source: ছবি: রাহুল সাঁধুখা

রক্তিম ঘোষ

কলকাতা: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পাকিস্তানের (Pakistan)। জটিল অঙ্কে সেমিফাইনালের একটা রাস্তা আছে। তবে বাবর আজমরা সেই জটিল অঙ্ক যে সমাধান করবে, তা অতি বড় পাক ক্রিকেট সমর্থকও আশা করছেন না। এমনিতেই দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দলের অন্দরে গোল বেঁধেছে। শোনা যাচ্ছে, বাবর আজমের ফোনও নাকি ধরছেন না পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ (Zaka Ashraf)। শুধু তাই নয়, পাক দলের মিডিয়া ম্যানেজারকেও নাকি ডেকে পাঠানো হয়েছে দেশে। ঘটনাগুলোয় স্পষ্ট, বেজায় চাপে পাকিস্তান। এমতাবস্থায় কলকাতায় পা রাখলেন বাবর আজম, শাহিদ আফ্রিদিরা। আগামি ৩১ তারিখ ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। কলকাতায় প্রথম দিন কী করলেন বাবররা। পাকিস্তান দলের অন্দরে ঢুঁ মারল টিভি নাইন বাংলা ডিজিটাল।

ঠিক ৫টা নাগাদ কলকাতায় পা রাখল পাকিস্তান। বিমানবন্দরে কড়া নিরাপত্তা। কলকাতার পড়ন্ত বিকেলে কালো রোদচশমার আড়ালে চোখ ঢেকে রাখলেন অধিনায়ক বাবর। বিমানবন্দরে উৎসুক জনতার ভিড় তেমন ছিল না। বিমানবন্দরে যাঁরা ফ্লাইট ধরতে এসেছেন বা শহরে ফিরেছেন, তাঁরাই থমকে গেলেন। পাকিস্তান দল আসবে শুনে। টিম বাসে করে সোজা বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে পৌঁছন রিজওয়ানরা।শুক্রবারের ম্যাচ খেলার ক্লান্তি। তার সঙ্গে বিমান সফর। শনিবার কলকাতায় এসে ঘরবন্দিই থাকলেন পাক ক্রিকেটাররা। কেউ কেউ কলকাতায় এসে নজরে রাখলেন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। এই ম্যাচে অস্ট্রেলিয়া হারলে যে তাঁরা সেমিফাইনালের রাস্তায় একটু আশার আলো দেখতে পেতেন। অঙ্কের বিচারে। অজিদের জয়ে সেই আশার আলোটুকুও ঢুকল পাক ক্রিকেটের অন্দরে। শহরে পৌঁছেই কোচ মিকি আর্থারের নির্দেশ। দল বসবে টিম মিটিংয়ে। ঠিক হয়েছে, রাত ৮টায় হবে টিম মিটিং। তারপর রাত সাড়ে ৮টায় ডিনার। মূলত যে হোটেলে আছে পাকিস্তান, সেখানেই অর্ডার করা হয়েছে ডিনারের। তবে সূত্রের খবর, কোনও কোনও পাক ক্রিকেটার খাবার অর্ডার দিয়েছেন বাইরে থেকেও। আপাতত এভাবেই কলকাতায় প্রথম দিন কাটাতে চলেছে পাকিস্তান।

রবিবার থেকে অবশ্য কলকাতায় অনুশীলনে নেমে পড়তে চলেছে পাকিস্তান। রবিবার ঐচ্ছিক অনুশীলন। টিম সূত্রের খবর, মাত্র ৪-৫ জন ক্রিকেটার ইডেনে নামবেন অনুশীলনে। বাকিরা বিশ্রাম নেবে বলে সূত্রের খবর। সকালে হোটেলেই রয়েছে জিম সেশন। সেখানেই ক্রিকেটাররা স্ট্রেচিং করবেন। তারপর দুপুরে ঐচ্ছিক অনুশীলন। ইডেনে কী অসহ্য চাপ থেকে মুক্তি পাবেন বাবর আজমরা? টানা ৪টে হারের সিরিজ থেকে কী বেরোতে পারবেন রিজওয়ানরা? বিশ্বকাপে টানা ৪টে হারের লজ্জার রেকর্ড। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথমবার। ঘরে বাইরে প্রবল সমালোচনা। মুক্তি পেতে এখন ইডেনই পাখির চোখ পাকিস্তানের।

Leave a Reply