লখনউ: টানা পাঁচ ম্যাচ জিতে খানিকটা স্বস্তিতে বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ফেভািরিট টিম ইন্ডিয়া (Team India)। সব ম্যাচ জিতলেও নেট রান রেটের বিচারে ভারতকে ছাপিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa)। আজ বিরাট কোহলিকে (Virat Kohli)কাছে সুষোগ থাকবে ২ পয়েন্ট বাড়িয়ে, ১২ পয়েন্ট নিয়ে ফের প্রথম স্থান ফিরে পাওয়ার। অন্যদিকে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। বিশ্বকাপ ইংল্যান্ড এক কথায় এ বার হতশ্রী ভাগ্য় নিয়ে বিশ্বকাপে এসেছে। পাঁচ ম্যাচের মাত্র একটিতে সাফল্য বেন স্টোকসদের (Ben Stokes)। সেমিফাইনালের স্বপ্নও কার্যত শেষ ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates