আন্ডারডগ থেকে সেমির স্বপ্ন জিইয়ে রাখার ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তান


পুণে: সময় খুবই কম। সুযোগ রয়েছে। এর জন্য জয়ের ধারা বজায় রাখতে হবে। পুণেতে বিশ্বকাপের ম্যাচে আজ মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। দু-দলই কার্যত হ্যাংওভারের মধ্যে রয়েছে। এর কারণ ভিন্ন। আফগানিস্তানের কাছে স্বপ্নের বিশ্বকাপ। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বড় রকমের চমক দিয়েছিল আফগানিস্তান। গত ম্যাচে তারা হারিয়েছে পাকিস্তানকে। ওডিআই ফরম্যাটে প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে জয়। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আফগান শিবির। সেমিফাইনালের সুযোগও রয়েছে। তবে একটা হারেই ছিটকে যেতে হবে। শ্রীলঙ্কা-আফগানিস্তান দু-দলের কাছেই এক পরিস্থিতি। বিশ্বকাপে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্য়াশা পুণেতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের পারফরম্যান্স মন্দ নয়। তবে মাল্টি টিম ইভেন্টে এতদিন শুধু হতাশাই এসেছে। গত বিশ্বকাপ, এ বারের এশিয়া কাপেও তাই। ভারতের মাটিতে বিশ্বকাপেও শুরুটা হয়েছিল হতাশায়। প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হার। তবে টুর্নামেন্টের সেরা দুটি অঘটন তাদের হাত ধরেই। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেবে আফগানিস্তান! এমনটা কেউ স্বপ্নেও প্রত্যাশা করেননি। আফগানিস্তান সেটাই করে দেখিয়েছে। তেমনই গত ম্যাচে প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। সেমিফাইনালের অঙ্কে ঢুকে পড়েছে আফগানিস্তান। এখান থেকে পরপর জিতলে সম্ভব। আফগানিস্তান সেই স্বপ্নই দেখছে।

অন্য দিকে, বিশ্বকাপে হতাশাজনক শুরু হয়েছিল শ্রীলঙ্কারও। চোটের কারণে আরও একের পর এক ধাক্কা। যদিও দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে তারা। সেমিফাইনালের স্বপ্ন দেখতেও শুরু করেছে শ্রীলঙ্কা। আফগানিস্তান ম্যাচের আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন পেসার লাহিরু কুমারা। চোট সমস্যা কাটিয়ে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য। প্রত্যাবর্তনে অনবদ্য পারফরম্যান্স করেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁর কাছ থেকে প্রত্যাশাও বেড়েছে। অ্যাঞ্জেলোর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় বাকিরাও পরামর্শ নিতে পারছেন।

শ্রীলঙ্কার ব্যাটিং আক্রমণ ধারাবাহিক না হলেও শক্তিশালী। আফগানিস্তানের বোলিং আক্রমণ খুবই ভালো। পরস্পরের কাছে কোনও দিক থেকেই অচেনা নয় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সদ্য এশিয়া কাপেও মুখোমুখি হয়েছিল দু-দল। শ্রীলঙ্কা শেষ অবধি জিতলেও অনবদ্য লড়াই করেছিল আফগানিস্তান। অঙ্কে ভুল না হলে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরেও জায়গা করে নিতে পারত আফগানিস্তান। বিশ্বকাপে এই দুই দলের লড়াই আকর্ষণীয় হবে, প্রত্যাশা করাই যায়।

Leave a Reply