ইংল্যান্ডকে হারিয়ে সিংহাসন ফেরত পেল মেন ইন ব্লুImage Credit source: BCCI
কলকাতা: টানা হাফ ডজন ম্যাচ জিতে সোনালি ট্রফির স্বপ্ন আরও একবার দেখাচ্ছে টিম ইন্ডিয়া। রবিবাসরীয় বিশ্বকাপের ম্যাচে লখনউতে মুখোমুখি রোহিত শর্মার ভারত (India) এবং জস বাটলারের ইংল্যান্ড (England)। ১০০ রানের বিরাট ব্যবধানে গত বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে মেন ইন ব্লু। ওই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বিরাট-রোহিতরা। আজ গ্রুপ পর্বের ৩০তম ম্যাচ। তাতে মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবল —
১. ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১০০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে সিংহাসন ফিরে পেল ভারত। এখনও অবধি আইসিসির এই মেগা টুর্নামেন্টে অপরাজিত রোহিত শর্মারা। ৬টি ম্যাচ খেলে জয় ৬টিতেই। ভারতের পয়েন্ট ১২। নেট রানরেট +১.৪০৫।
২. একদিনের বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান হারাল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এখনও অবধি ৬টি ম্য়াচ খেলে ৫টিতে জিতেছে ও ১টিতে হেরেছেন বাভুমারা। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০। নেট রানরেট +২.০৩২।
৩. আপাতত ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের তিনে রয়েছে নিউজিল্যান্ড। ৬ ম্যাচে খেলে কিউয়িদের জয় ৪টি। হার ২টি। নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। নেট রানরেট +১.২৩২।
৪. আপাতত বিশ্বকাপের পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আইসিসির এই মেগা ইভেন্টে ৬টি ম্যাচে খেলে অজিরা জিতেছে ৪টি। এবং হেরেছে ২টি ম্যাচ। পয়েন্ট ৮। নেট রানরেট +০.৯৭০।
৫. আজ পুনেতে আফগানদের বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের দল এখন রয়েছে বিশ্বকাপের পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে। এখনও অবধি ৫ ম্য়াচ খেলে শ্রীলঙ্কার জয় ২টি, হার ৩টি। কুশল মেন্ডিসদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.২০৫।
৬. মঙ্গলবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে নামবে বাবর আজমের পাকিস্তান। এ বারের বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স বেশ হতাশাজনক। গ্রিন আর্মি টুর্নামেন্টে অবধি ৬টি ম্যাচে খেলেছে। ২ ম্যাচ জিতে এবং ৪টিতে হেরে পয়েন্ট টেবলের ছয়ে আছে পাকিস্তান। শাদাব-রিজওয়ানদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.৩৮৭।
৭. আজ পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। আফগানরা পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে। এখনও অবধি রশিদ খান-রহমানুল্লা গুরবাজরা ৫ ম্যাচ খেলে জিতেছে ২টি ও হেরেছে ৩টিতে। আফগানদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.৯৬৯।
৮. বাংলাদেশকে হারানোর পর পয়েন্ট টেবলের ৮ নম্বরে উঠেছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে ৬টি ম্যাচে খেলেছে ডাচরা। তাতে জয় ২টি এবং হার ৪টি। নেদারল্যান্ডসের নেট রানরেট -১.২৭৭।
৯. নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপের পয়েন্ট টেবলে নয় নম্বরে রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। চলতি বিশ্বকাপে ৬টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। জয় ১টি, হার ৫টিতে। সাকিবদের পয়েন্ট ২। নেট রানরেট -১.৩৩৮। মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে খেলা টাইগার্সদের।
১০. এ বারের ওডিআই বিশ্বকাপে রীতিমতো হতাশাজনক পারফরম্যান্স দেখা গিয়েছে ইংল্যান্ডের। ৬ ম্যাচ খেলে ১টি জয় ও ৪টিতে হেরে পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। নেট রানরেট -১.৬৫২। ঝুলিতে পয়েন্ট ২।