ICC World Cup 2023, Hardik Pandya: মুম্বইয়ে টিমের সঙ্গে যোগ দিচ্ছেন চোটমুক্ত হার্দিক!Image Credit source: Twitter
লখনউ: বলা হচ্ছিল, কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। বলা হচ্ছিল, তাড়াহুড়ো করে খেলাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই সেমিফাইনালের জন্য তুলে রাখা হয়েছে তাঁকে। কিন্তু শেষ ইনজুরি আপডেট যা মিলছে, তাতে আশঙ্কার বড় একটা কারণ নেই। বেঙ্গালুরুতে রিহ্যাব করছেন। গোড়ালির চোট আগের থেকে অনেক ভালো। বিশ্বকাপের (ICC World Cup 2023) শেষ চারে পা দেওয়ার আগেই ভারতীয় টিমে যোগ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে টানা হাফডজন ম্যাচ জিতে সেমিফাইনাল কার্যত কনফার্ম করে ফেলেছে রোহিত শর্মার ভারত (India)। মুম্বইয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সপ্তম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে টিমের সঙ্গে যোগ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। TV9Babgla Sports এ বিস্তারিত।
২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম। ১২ বছর পরের শ্রীলঙ্কায় সেই ধার আর নেই। কিন্তু ওয়াংখেড়ে ওই ম্য়াচের অ্যাকশন রিপ্লে চাইছে লক্ষ্মীবারে। রোহিত, বিরাট, সূর্যরা যে ফর্মে আছেন, তাতে ভারত সাতে-সাত করবে, ধরেই নেওয়া যায়। আর তার আগে ভালো খবর হার্দিক ফিরছেন টিমে। বোর্ডের এক কর্তা বলছেন, ‘হার্দিক এখন বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব করছে। মুম্বইয়ে শ্রীলঙ্কা ম্যাচের আগে টিমের সঙ্গে যোগ দেবে।’ হার্দিক টিমে যোগ দিলেও খেলানো হবে কিনা, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আপাতত তাঁকে রিজার্ভেই রেখে দেওয়ার ভাবনা রয়েছে টিমের। ওই কর্তার কথায়, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক খেলবে কিনা, এটা বলা যাবে না। টিমের সঙ্গে যোগ দিচ্ছে।’
বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে দিন দশেক আগে বল করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন। ওভারের তিনটে বল আর করতে পারেননি। যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে পাওয়া যায়নি। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি ভারতের। কিন্তু সেমিফাইনালের মতো ম্যাচে অলরাউন্ডার হার্দিককে লাগবে টিমের, তা ভালো করেই জানেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। তাই তার আগে হার্দিককে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না টিম। তবে শ্রীলঙ্কা ম্যাচে না খেলানো হলেও ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে খেলানো হতে পারে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারত সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলবে। প্রোটিয়াদের বিরুদ্ধে যে কারণে ইডেনে হার্দিককে খেলানোর কথা ভাবা হচ্ছে।