AFG vs SL,ICC World Cup 2023 Live Score: মুখোমুখি আফগানিস্তান-শ্রীলঙ্কা, ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন


পুণে: গ্রুপ পর্ব পর্বে বেশ ভালোই জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। আজ, সপ্তাহের প্রথম দিন বিশ্বকাপের ৩০ তম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান (Afghanistan) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্য়াচ। পয়েন্ট টেবিলের দিকে খেয়াল করলে দেখা যাবে, পাঁচ ম্য়াচের দুটিতে জিতে পঞ্চম স্থানে জায়গা হয়েছে শ্রীলঙ্কার। অন্যদিকে আফগানিস্তানের অবস্থাটাও এক। পাঁচ ম্যাচের দুটিতে জয় ও তিনটিতে হার। তবে নেট রান রেটের বিচারে আফগানদের ছাপিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। আজ, দুই দলই তৃতীয় জয়ের সন্ধানে মাঠে নামবে। লঙ্কানদের বিরুদ্ধে কেমন হবে রশিদ খানদের (Rashid Khan) লড়াই? জানতে হবে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply