আশা শেষ, তাও দলের সমর্থনে ইডেনের গ্যালারিতে বাংলাদেশের সমর্থকরা


ICC CRICKET WORLD CUP 2023: আশা শেষ, তাও দলের সমর্থনে ইডেনের গ্যালারিতে বাংলাদেশের সমর্থকরা। (ছবি-রাহুল সাধুখাঁ)

কলকাতা: ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ। অন্য সময় হলে শহরবাসীর উন্মাদনা থাকত তুঙ্গে। বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh vs Pakistan) ম্যাচ। আগ্রহ অনেকটাই কম। কারণ দুটো দলই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। যতটা আশা করা গিয়েছিল, ততটা গ্যালারি ভরেনি। অনেক দর্শকই মাঠে আসেননি। আবার অনেক দর্শক এসেছেন। মাঠে থেকে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছেন। এ শহর এমনিতেই ক্রিকেটারদের বরণ করে নিতে জানে। সে যে দেশেরই হোক না কেন! পাকিস্তান ক্রিকেট দল এর আগেও কলকাতায় খেলতে এসেছে। ভালো খেলার নিদর্শনে সাধুবাদও পেয়েছে। মঙ্গলবারের দুপুরে অবশ্য ইডেনের গ্যালারি থেকে অবশ্য সে রকম সমর্থন পেলেন না বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। তবে লিটন, মাহমুল্লাহদের খেলা দেখার জন্য বেশ কয়েকজন সমর্থক গ্যালারি ভরালেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রত্যেক বার আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে শুরু করলেও, একেবারে ব্যর্থতার চোরাবালিতে ডুবে যায় বাংলাদেশ। নেদারল্যান্ডসের কাছে হারের পর ওপার বাংলা জুড়ে শুধুই ক্ষোভ। তবু মঙ্গলের ইডেন ভরালেন কয়েক জন বাংলাদেশি সমর্থক। আফ্রিদির বিষাক্ত সুইংয়ে শুরুতেই নাজেহাল বাংলাদেশ। তাও উচ্ছ্বাসের খামতি নেই।

এমন জঘন্য পারফরমেন্সের পরও মাঠে? এক বাংলাদেশির উত্তর, ‘ক্রিকেট আমাদের প্যাশন। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, ক্রিকেটারদের সমর্থনে আমরা সর্বত্র ছুকে যাই। এক বারে হবে না জানি। কিন্তু কখনও না কখনও হবে। আমরাও বিশ্ব মঞ্চে দাপট দেখাব। আশা হারাচ্ছি না।’

নেদারল্যান্ডস ম্যাচ জিতলে ইডেন অনেকটাই ভরে যেত। বাংলাদেশের অনেক সমর্থকই এই ম্যাচের দিকে চেয়েছিল। শেষবেলায় ব্ল্যাকারদেরও দেখা গেল জলের দরে টিকিট বিকোতে। ৮০০-র টিকিট শেষ বেলায় ৪০০ টাকায় বিক্রি হল। ৫ তারিখের ম্যাচে আবার এর বিপরীত ছবি ছবি যে দেখা যাবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply