কলকাতা: ৫ তারিখ ইডেনে ভারত- দঃ আফ্রিকা দ্বৈরথ। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) প্রথম দুটো দল যারা ধারাবাহিকতা দেখাচ্ছে, সেই দুটো দল মুখোমুখি। অনেকেই আন্দাজ করতে পারেননি দঃ আফ্রিকা এবারের বিশ্বকাপে এতটা চমকে দিতে পারে। তাই ইডেনের ম্যাচ ঘিরে পারদ চড়তে শুরু করে দিয়েছে। অনলাইনে টিকিট আগেই সোল্ড আউট হয়ে গিয়েছে। তাও টিকিটের চাহিদা তুঙ্গে। বিরাট কোহলি-কাগিসো রাবাডাদের দ্বৈরথ দেখার টিকিট যারা হাতে পাচ্ছেন, তারা সত্যিই ভাগ্যবান। এ যেন লটারির মতো। যে টিকিট মহামূল্যবান।
ইডেন জুড়ে প্রশ্ন একটাই। ৫ তারিখের ম্যাচে কি নন্দনকাননে থাকছেন অমিত শাহ? জল্পনা তুঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আসার ব্যাপারে এখনও নিশ্চয়তা দিতে পারছে না সিএবি। রাজ্য বিজেপিও এ ব্যাপারে স্পিকটি নট। তবে জোর খবর, রবিবারের ম্যাচে ইডেনে থাকতে পারেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড।
সূত্রের খবর, অমিত শাহ আসছেন ধরে নিয়েই বাড়ানো হচ্ছে নিরাপত্তা। সিআরপিএফের কাছে নাকি নোটিসও পৌঁছে গিয়েছে। রাজারহাটের এক হোটেলও বুক করা হয়েছে। সূত্রের খবর, হেলিপ্যাডের ব্যবস্থাও নাকি তৈরি রাখা হয়েছে। অর্থাৎ অমিত শাহর খেলা দেখতে আসার পুরো ব্যবস্থাই নাকি তৈরি। শুধু সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা।
ভারত- দঃ আফ্রিকা ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শারীরিক অসুস্থতার জন্য ইডেনে আসতে পারবেন না বিগ বি অমিতাভ বচ্চনও। সচিন তেন্ডুলকর আসবেন কিনা তা এখনও জানা যায়নি। ব্যস্ত সূচি থেকে সময় বার করে কলকাতায় সচিনের আসা খুব কঠিন বলেই যা খবর।
তবে ইডেন তৈরি থাকছে। নিজেদের প্রস্তুত রাখছে সিএবিও। বিরাট কোহলির জন্মদিন পালনের প্ল্যানিংও আছে সিএবির। প্রয়োজন আইসিসির অনুমতির। যদিও বেশ কিছু প্ল্যানিং ভেস্তে গিয়েছে। তবে যেটুকু বাকি, সেটুকুই সফলের চেষ্টায় সিএবি। সুপার সানডের মেগা দ্বৈরথের জন্য সবরকম ব্যবস্থাই থাকছে। শুধু বল গড়ানোর অপেক্ষা।