নিউজিল্য়ান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
পুনে:দেখতে-দেখতে ৩২ তম ম্যাচে পা দিতে চলেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। প্রতিদিন নতুন-নতুন লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দলগুলি। কেউ জিতছে কেউ আবার হার থেকে শিক্ষা নিয়েই পরবর্তী যুদ্ধের ব্লু প্রিন্ট তৈরি করে নিচ্ছে। এ বার পরীক্ষা নিউজিল্যান্ড (New Zealand) ও দক্ষিণ আফ্রিকার (South Africa)। ছয় ম্য়াচের মাত্র একটিতে হেরে প্রোটিয়াদের ঝুলিতে ১০ পয়েন্ট। অন্যদিকে ছয় ম্যাচের ৪ টিতে সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার ঠিক পরেই জায়গা হয়েছে কিউয়িদের। দুই দলই এবার আর দুই পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠবে। বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব। কোথায়, কখন দেখবেন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্য়াচটি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কবে হবে?
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে ১ লা নভেম্বর, বুধবার।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কখন শুরু হবে?
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটির টস কখন হবে?
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কোথায় হবে?
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মাঠে।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কোথায় দেখবেন?
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।