গল্ফ কোর্টে চোট, ‘অ্যাসেজে’ নেই অজি অলরাউন্ডার


মুম্বই: এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার। অদ্ভূত ভঙ্গিতে চোট। গল্ফ খেলতে গিয়ে চোট অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এ বছর প্রচুর সিরিজ মিস করেছেন ম্যাক্সি। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ থেকে ছিটকে গেলেন। আমেদাবাদে গল্ফ খেলতে গিয়েছিলেন ম্যাক্সি। সেখানেই গুরুতর চোট লাগে। যার জেরে ছিটকে যেতে হল বিশ্বকাপের ‘অ্যাসেজ’ থেকে। সেমিফাইনালের দৌড়ে কঠিন পরিস্থিতিতে রয়েছে অস্ট্রেলিয়া। তার আগে ম্যাক্সওয়েলের চোট আরও চাপে ফেলল অজিদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেদাবাদে কালহার ব্লুজ অ্যান্ড গ্রিন গল্ফ ক্লাবের গল্ফ কোর্টে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। সে সময়ই একটি গল্ফ কার্ট পিছোচ্ছিল। অসাবধানতায় চোট লাগে ম্যাক্সওয়েলের। এই দুর্ঘটনায় আর কেউ আহত হননি। ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর প্রায় এক সপ্তাহ ব্রেক পেয়েছে অস্ট্রেলিয়া। হালকা মেজাজেই ছিল অজি শিবির। ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় করতে নানা সেশন হয়।

অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার। সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড। তাদের হারানোর কিছু নেই। সে কারণেই ইংল্যান্ড আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চোট এবং কনকাশন নিয়মে ম্যাক্সওয়েলকে ইংল্যান্ড ম্যাচে খেলানো হবে না। সেমিফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়ার কাছে বাকি সব ম্যাচই কার্যত নকআউট। এ বছর এক জন্মদিনের পার্টিতে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। সেই চোট পুরোপুরি সারতে না সারতেই মাঠে ফিরতে হয়েছিল। বিশ্বকাপে অনবদ্য ছন্দেও রয়েছেন ম্যাক্সি। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। বল হাতেও সাফল্য পাচ্ছেন।

Leave a Reply