দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ নিউজিল্যান্ডের ‘নকআউট’ পর্ব শুরু


পুনে: বিশ্ব ক্রিকেটে অন্যতম আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের দেখা হলে অতীতও উঠে আসে। আজ পুনেতে লিগের ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আরও একটা জয় মানে সেমিফাইনাল কার্যত নিশ্চিত। অন্য দিকে, নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচ থেকেই শুরু নকআউট পর্ব। হারলে প্রবল চাপ বাড়বে। সেমিফাইনালের দরজাও বন্ধ হয়ে যেতে পারে। গত দু-ম্যাচ হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ম্যাচ হারলেও রেকর্ড রান তাড়া করে জয়ের খুব কাছে পৌঁছেছিল তারা। পুনেতে অনেক বিষয়েই নজর থাকবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব ক্রিকেটে ‘চোকার্স’ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। চার বার বিশ্বকাপ সেমিফাইনালে উঠলেও এরপর আর এগতে পারেনি তারা। চোকার্স তকমা জোটে কার্যত ২০১৫ বিশ্বকাপ থেকেই। আর এর জন্য দায়ী নিউজিল্যান্ড! ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। যদিও শেষ ল্যাপে কিউয়ি ব্যাটার গ্র্যান্ট ইলিয়টের বিধ্বংসী ইনিংসে সেমিতে বিদায় নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। তারকা সমৃদ্ধ দল নিয়েও সে বার তাদের ফাইনালে না ওঠা অবাক করার মতোই।সেখান থেকেই ‘চোকার্স’ তকমা জোটে।

তেইশের বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পর একটা জোরালো ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের কাছে হার। পরের ম্যাচ থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। আবারও বিধ্বংসী মেজাজে। যদিও গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে একটা বিষয় পরিষ্কার হবে, দলের শক্তি, দুর্বলতা, সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক, এই ম্যাচে কোনও কিছুই গুরুত্ব পায় না। যেমন ফর্ম বলছে, নিউজিল্যান্ড গত দু-ম্যাচ হেরেছে। আর দক্ষিণ আফ্রিকা জয়ের হ্যাটট্রিক করে নামছে। আবার অতীত পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের কাছে টানা পাঁচ ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়ারা যেমন ব্যাটিংয়ে বিধ্বংসী ফর্মে রয়েছে, তেমনই নিউজিল্যান্ড ব্যাটিংও। পুনেতে কিউয়িদের কাছে নকআউট ম্যাচ। হারলে রাস্তা জটিল হবে। দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্যাচ মরণ বাঁচন না হলেও, এখানে খেই হারানো মানে ছন্দপতন এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাসের অভাব হতে পারে। দক্ষিণ আফ্রিকা জিতলে লাইফলাইন পাবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তানও! দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচের ভাগ্য এখন বোলারদের হাতেই কি?

Leave a Reply