শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিংয়ে পরিবর্তন? বড় আপডেট দিলেন রোহিত


মুম্বই: এ বারের বিশ্বকাপে এখনও অবধি আধডজন ম্যাচ খেলেছে ভারত। প্রতিপক্ষের সম্ভাব্য ৬০টির মধ্যে ৫৬টি উইকেট নিয়েছে ভারতীয় দল। প্রথম পাঁচ ম্যাচে রান তাড়া করে জিতেছে ভারত। গত ম্যাচে মাত্র ২২৯ রানের পুঁজি নিয়েও একশো রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। এর জন্য কৃতিত্ব প্রাপ্য বোলিংয়ের। মহম্মদ সামি ও জসপ্রীত বুমরা জুটিতে সাত উইকেট। বাকি দায়িত্ব সামলে দেন দুই স্পিনার। সিরাজ গত ম্যাচে সাফল্য না পেলেও টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছেন। সামি প্রথম দিকে সুযোগ না পেলেও গত দুই ম্যাচে সুযোগ পেয়েই সেরা বোলিং করেছেন। টানা ম্যাচ। সঙ্গে যাত্রার ক্লান্তিও রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়েতে কি বোলিংয়ে কোনও পরিবর্তন হবে? এই নিয়েই বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত শর্মা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আধডজন ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা ফেলে রেখেছে ভারত। শ্রীলঙ্কাকে হারালে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। ভারতীয় ব্যাটিং আক্রমণ যতই ছন্দে থাকুক, মূল কারিগর যে বোলাররাই, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে রোহিত বলছেন, ‘বোলারদের বিশ্রাম প্রসঙ্গে বলতে পারি, ওরা দারুণ ছন্দে রয়েছে। কেউই নিজে থেকে বিশ্রাম চাইছে না। বোলারদের তরফে আমি এই মতই পেয়েছি। ওরা ম্যাচ খেলতে খুশি মনেই প্রস্তুত।’

ওয়াংখেড়ের স্কোয়ার বাউন্ডারি বড়। তাহলে কি তিন স্পিনার খেলানো হতে পারে? শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারত অধিনায়ক এ প্রসঙ্গে বলছেন, ‘সব ধরনের কম্বিনেশনই সম্ভব। প্রয়োজন পড়লে দুই পেসার, তিন স্পিনারেই যাব আমরা।’ শ্রীলঙ্কা ম্যাচের অনুশীলনে অনেক বেশি সময় দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। ধারাবাহিক বোলিং করেছেন। তেমনই ব্যাটিংয়েও জোর দিতে দেখা গিয়েছে অশ্বিনকে। সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না সে কারণেই। হার্দিক পান্ডিয়া না থাকায় ব্যাটিং গভীরতা কমেছে। অশ্বিনকে খেলালে সেই সমস্যা অনেকটাই কমতে পারে।

Leave a Reply