নয়াদিল্লি: কলকাতার জামাই, দীর্ঘদিন বাংলার বুকে কাজ করার অভিজ্ঞতা। তাই বাংলাটা ভালোই জানা মহেন্দ্র সিং ধোনির। আর বাংলা জানার দক্ষতাকেই এক বার মাঠে কাজে লাগিয়েছিলেন ক্যাপ্টেন কুল। বাংলা জানার দরুণ প্রতিপক্ষের সব কৌশল আগে থেকেই বুঝে গিয়েছিলেন তিনি। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যাতে ধোনিকে বলতে শোনা যাচ্ছে, এক বার ম্যাচ চলাকালীন বাংলাদেশের ক্রিকেটারদের সব কথা শুনে ফেলেছিলেন তিনি। তারপর কী হয়েছিল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মাঠের মধ্যে ক্রিকেটাররা মাতৃভাষাতেই কথা বলে থাকেন। তাই একবার ভারত-বাংলাদেশ ম্যাচে সাকিব আল হাসানরা বাংলাতেই একে অপরের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় কান পেতে প্রতিপক্ষর সব কথা শোনেন ধোনি। সাকিবরা মোটেই টের পাননি সব শুনছেন বা বুঝছেন মাহি। কী কৌশলে ভারতকে পরাস্ত করতে চাইছে বাংলাদেশ তাও বুঝেছিলেন ধোনি। ব্যাট হাতে সেই মতোই দান সাজিয়ে নিয়েছিলেন তিনিও। কীভাবে বল আসবে, কী পদক্ষেপ করতে চাইছে বাংলাদেশ, উইকেট কিপারকে অধিনায়কের দেওয়া নির্দেশ সবটা বুঝে নিতে খুব একটা অসুবিধা হয়নি ধোনির। ম্য়াচের পরে টাইগাররা জানতে পেরেছিলেন আসলে মাঠের মধ্যে তাঁদের সব কথাই ধোনি শুনে নিয়েছেন। এ কথা শুনে অবাক হয়েছিলেন টাইগার বাহিনী। সম্প্রতি এই মজার ঘটনার কথা শেয়ার করেছেন মাহি।
When MS Dhoni pranked Bangladeshi’s
pic.twitter.com/9IRDNsZpNn— BALA (@rightarmleftist) October 30, 2023
ভাইরাল ভিডিয়োতে ক্য়াপ্টেন কুলকে বলতে শোনা যায়, “আমি যখন খড়গপুরে কাজ করতাম তখন ভালোই বাংলা বলতে পারতাম। এখন বললে হয়তো কিছু ভুল হলেও হতে পারে। তবে এখনও বাংলা ভালই বুঝতে পারি। আমার সামনে তাই কেউ বাংলা বললে ভালোই সবটা বুঝতে পারি।প্ যখন বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। ব্যাটিং করার সময় শুনে ফেলেছিলাম অধিনায়ক পেসারকে কী নির্দেশ দিচ্ছেন। পরে বাংলাদেশের ক্রিকেটাররা অবাক হয়ে গিয়েছিলেন। ”