নিউজিল্য়ান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
পুনে: দেখতে-দেখতে ৩২ তম ম্য়াচে পা দিল এ বারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। গ্রুপ পর্বেই এক কথায় জমে উঠেছে খেলা। আজ, বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মাঠে মুখোমুখি বিশ্বকাপের দুই ফেভারিট টিম নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই শুরু থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে। ছয় ম্য়াচের মাত্র একটিতে হেরে ১০ পয়েন্ট নিয়ে ভারতের ঠিক পরেই, দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। অন্য়দিকে শুরুটা জয় দিয়ে হলেও, টানা দু ম্য়াচে হেরেছে নিউজিল্যান্ড। কিউয়িদের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৮ পয়েন্ট। আজকের ম্য়াচে আরও দুই পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে চাইবেন রাচিন রবীন্দ্ররা। প্রোটিয়ারাও ছেড়ে দেওয়ার পাত্র নন। ভারতকে সরিয়ে ফের সিংহাসন ফিরে পাওয়ার লড়াই জারি থাকবে দক্ষিণ আফ্রিকার। এই ম্য়াচের প্রত্য়েক মুহূর্তের আপডেট যদি না মিস করতে চান, তবে অবশ্য়ই চোখ রাখুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
LIVE Cricket Score & Updates