ওয়াংখেড়েতে রোহিতদের ম্যাচ দেখতে গেলেন না, কার বার্থডে পার্টিতে ছিলেন ধোনি?


মুম্বই: ১২ বছর আগে ওয়াংখেড়েতে নায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে দেশকে দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বকাপ। ১৯৮৩ সালে কপিল দেবের পর ধোনিই ছিলেন দ্বিতীয় ভারতীয় ক্যাপ্টেন, যিনি রাতারাতি কিংবদন্তি হয়ে গিয়েছিলেন। ১২ বছর পর আবার দেশের মাঠে বিশ্বকাপ। রোহিত শর্মার টিম টানা ছ’টা ম্যাচ জিতে পা রেখেছিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে। প্রতিপক্ষ ছিল সেই শ্রীলঙ্কা। এ বারের শ্রীলঙ্কা আগের মতো ধারালো না হলেও অনেকেই ১২ বছর আগের স্মৃতি ফিরে পেতে চেয়েছিলেন। ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ম্যাচের আগেই মুম্বইয়ে ছিলেন তিনি। ভাবা হয়েছিল, ওয়াংখেড়েতে দেখা যাবে। তা হল না। তা হলে কোথায় গিয়েছিলেন ধোনি? TV9Bangla Sports এ বিস্তারিত।

২ নভেম্বর, বৃহস্পতিবার ছিল শাহরুখ খানের ৫৮তম জন্মদিন। বলিউড থেকে শুরু করে সারা দেশের সেলিব্রিটিরা নিমন্ত্রিত ছিলেন ওই বার্থডে পার্টিতে। সেখানেই গিয়েছিলেন ধোনিও। কালো শার্ট আর কালো ব্লেজ়ারে তাঁকে দেখা গিয়েছে। চুলে দিয়েছেন নতুন ছাঁট। তার থেকেও বড় কথা হল, ধোনির উপস্থিতি অনেকের আলো কেড়ে নিয়েছে। ধোনি যে কিং খানের পার্টিতে নিমন্ত্রিত ছিলেন, তা জানা গিয়েছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির সেলফি থেকে। সঞ্জয় কাপুর সহ আরও অনেকের সঙ্গে ছবি তুলেছেন মাহি। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রাজকুমার হিরানীরাও হাজির ছিলেন ওই পার্টিতে।

ক্রিকেট দুনিয়ায় ধোনি কিংবদন্তি। ধীরে ধীরে তিনি পা বাড়িয়েছেন সিনেমা জগতেও। তামিল, তেলেগু সিনেমায় প্রযোজনার কাজ শুরু করেছেন ধোনির সংস্থা। সেই কারণেই ধোনিকে শাহরুখের পার্টিতে ডাকা হয়েছিল কিনা, তা নিশ্চিত ভাবে বলা যাবে না। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন আজও ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব। তাঁর ভক্তকুলের সংখ্যা শাহরুখের চেয়ে কম নয়। গতবার চেন্নাইকে আইপিএল জিতিয়েছেন ধোনি। ৪০ পার করলেও আগামী মরসুমেও যে আইপিএল খেলবেন, তার ইঙ্গিতও দিয়েছেন। সেই ধোনিকে বলিউডের বাদশা নিজের বার্থডে পার্টিতে ডাকবেন, তাতে আর আশ্চর্য কী!



Leave a Reply