কলকাতা: কনভয় ছাড়া ইডেনে ভারতীয় দলের কোচ, সাপোর্ট স্টাফরা। বিমানবন্দর থেকে সোজা ইডেনে পিচ দেখতে চলে আসেন রাহুল দ্রাবিড়। সঙ্গী সাপোর্ট স্টাফ বিক্রম রাঠোর, পরশ মাম্বরে আর টি দিলীপ। দল যখন টিম হোটেলের পথে রওনা দেয় ঠিক তখনই সাপোর্ট স্টাফ নিয়ে ইডেনের বাইশ গজের পথে রওনা দেন রাহুল দ্রাবিড় আর তার সহকারীরা। ইডেনের বাইরে সকাল থেকেই জমায়েত কয়েকশো মানুষ। টিকিটের খোঁজে গেটের বাইরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। চলছে বিক্ষোভও। তার মাঝেই ইডেনের উইকেট দেখতে চলে আসেন দ্রাবিড় আর তার সহকারীরা। ইডেন ছাড়ার সময় দ্রাবিড়কে ছুঁতে হামলে পড়ে আমজনতা। কোনওরকমে গাড়িতে ওঠেন ভারতীয় দলের কোচ। এদিকে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ যে ইডেনে আসছে, তা জানতই না স্থানীয় পুলিশ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…