‘বিরাট সাফল্য হবে’, স্বপ্নে বুঁদ আফগান অধিনায়ক


মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপে গত দুই সংস্করণে একটি করে মাত্র জয়। সেরা সাফল্য ছিল এটুকুই। মাল্টি টিম ইভেন্টে আফগানিস্তান ভালো পারফর্ম করতে পারে না। এত দিন এটাই ছিল ‘ধারাবাহিকতা’। তেইশের বিশ্বকাপে এ যেন নতুন আফগানিস্তান। টুর্নামেন্ট শুরু হয়েছিল হার দিয়েই। বিশ্বকাপ যত এগিয়েছে, একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স আফগানিস্তানের। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম চমক দিয়েছিল। এরপর পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল। এ বার জয়ের হ্যাটট্রিকে সেমিফাইনালের দৌড়ে খুবই ভালো জায়গায় আফগানরা। কী বলছেন অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তান, শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডস। টানা তিন ম্যাচে রান তাড়া করে জয় আফগানিস্তানের। ডাচদের বিরুদ্ধে রান তাড়ায় ক্যাপ্টেন্স নক হসমতউল্লাহ শাহিদির। ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। সেমিফাইনালের সম্ভাবনা প্রসঙ্গে বলছেন, ‘অবশ্যই সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছি। একশো শতাংশ ভাবছি। সর্বস্ব দিয়ে চেষ্টা করব এবং সেমিফাইনালে যেতে পারলে, আমাদের কাছে ও দেশের জন্য বিরাট সাফল্য হবে। তিন মাস আগে মা-কে হারিয়েছি। পরিবার শোক-আঘাতের মধ্যে রয়েছে। শেষ চারে যেতে পারলে আমাদের দেশের জন্য এবং অবশ্যই আমার পরিবারের জন্যও দারুণ বিষয় হবে।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং দুই প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আফগানিস্তান। যদিও সামনে দুটি বড় এবং কঠিন ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে এই বড় ম্যাচ দুটো জিততে হবে। আফগানিস্তানের পরবর্তী দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গত তিন ম্যাচেই রান তাড়া করে জিতেছে আফগানিস্তান। এতেই বেশি স্বচ্ছন্দ দেখিয়েছে। তাঁর দলের জন্য রান তাড়াই মানানসই বলে মন্তব্য করেন আফগান অধিনায়ক শাহিদি। বলছেন, ‘আমাদের ব্যাটিং-বোলিং দুটোই আনন্দদায়ক। আমরা ভালো বোলিং করেছি। রান তাড়ায়ও দুর্দান্ত ছিলাম। টানা তিন ম্যাচ রান তাড়া করে জিতলাম।’

দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার মহম্মদ নবি। গত কয়েক ম্যাচে একাদশে থাকলেও মূলত পর্দার আড়ালে রয়েছে বলেই মনে হয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে তিন উইকেট। ম্যাচ জেতানো বোলিং অভিজ্ঞ নবির। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন নবিই।

Leave a Reply