পাকিস্তানের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ, একাদশ গড়তে হিমশিম নিউজিল্যান্ড


বেঙ্গালুরু: বিশ্বকাপের শুরুতে অন্যতম ফেভারিট ছিল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তারা হারিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। টানা চার ম্যাচ জিতে দুর্দান্ত জায়গায় ছিল নিউজিল্যান্ড। ধরমশালায় ভারতের কাছে হার। এরপর থেকেই ছন্দপতন। হারের হ্যাটট্রিক করে চাপ বেড়েছে নিউজিল্যান্ডের। সঙ্গে যুক্ত হয়েছে নানা চোট আঘাত। অধিনায়ক কেন উইলিয়ামসনের চোট ছিলই। তিনি স্কোয়াডে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগে ছিটকে গিয়েছেন পেসার ম্যাট হেনরি। তাঁর পরিবর্তে উড়িয়ে আনা হয়েছে কাইল জেমিসনকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে আজ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান। দু-দলের কাছেই মরণ বাঁচন ম্যাচ। পাকিস্তানেরও শুরুটা ভালো হয়েছিল। এরপর শুধুই ব্যর্থতা। গত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফের সেমিফাইনালের ক্ষীণ আশা উজ্জ্বল হয়েছে পাকিস্তানের। এর জন্য পরপর জেতা ছাড়া কোনও বিকল্প নেই। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচকে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল হিসেবেও ধরা যায়। হারলে কার্যত সেমিফাইনালের আশা শেষ।

পাকিস্তান টিমের কাছে বড় স্বস্তি ফখর জামান। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ। ফর্ম খুঁজে বেরাচ্ছিলেন অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার ফখর জামান। তাঁকে ‘চোটের কারণে’ বাদও দেওয়া হয়। বেশ কয়েক ম্যাচ পর অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে একাদশে ফেরেন ফখর। ইডেন গার্ডেন্সে রান তাড়ায় মুগ্ধকর ইনিংস খেলেন। হয়তো সেঞ্চুরিও করতে পারতেন। তবে নেট রান রেট ভালো করতে দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টায় ছিলেন। সেঞ্চুরি না হলেও দলকে গুরুত্বপূর্ণ জয়ে সাহায্য করেছেন ফখর। তেমনই বোলিংয়ে শাহিন আফ্রিদি পাওয়ার প্লে-তেই উইকেট পাওয়াটা ইতিবাচক দিক পাকিস্তানের জন্য।

নিউজিল্যান্ড শিবির কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোট থাকা মার্ক চাপম্যান, লকি ফার্গুসন, জিমি নিশাম, কেন উইলিয়ামসনরা দলের সঙ্গে প্রস্তুতি সেরেছেন। তাঁদের মধ্যে ম্যাচে কাকে পাওয়া যাবে, নিশ্চিত নয়। একাদশ গড়াটাই চাপের হয়ে দাঁড়িয়েছে কিউয়ি শিবিরে। ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঝুঁকি নিয়েই নামতে হতে পারে এই চার প্লেয়ারের মধ্যে কাউকে।

Leave a Reply