Hardik Pandya: ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়াImage Credit source: ICC
নয়াদিল্লি: সপ্তম স্বর্গে থাকা ভারতীয় দলের জন্য দুঃসংবাদ। বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের জয়রথ অব্যাহত। কিন্তু এরই মাঝে বিরাট ধাক্কা খেল মেন ইন ব্লু। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে ১৯ অক্টোবর ভারতের ম্যাচ চলাকালীন বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। যে কারণে পরের ৩টি ম্যাচ তাঁর খেলা হয়নি। হার্দিক প্রথমে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন। তারপর তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। তিনি চোট পাওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, তাঁকে হয়তো এ বারের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না। এ বার সেই আশঙ্কাই সত্যি হল। তাঁর বদলে কাকে নেওয়া হল ভারতীয় টিমে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের মতো হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হল। আগেই শোনা গিয়েছিল, ভারতীয় বোর্ড তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না।
বিস্তারিত আসছে…