Live Score: বিশ্বকাপের শনিবাসরীয় ডাবল হেডার, প্রথম ম্যাচে মুখোমুখি গ্রিন আর্মি-কিউয়িরা


আইসিসি ওডিআই বিশ্বকাপ লাইভ।Image Credit source: Graphics – TV9Bangla

শনিবাসরীয় বিশ্বকাপে (ICC World Cup 2023) রয়েছে ডাবল হেডার। সকাল সকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং বাবর আজমের পাকিস্তান (NZ vs PAK)। হারের হ্যাটট্রিকের পর পাকিস্তানের বিরুদ্ধে নামছে কিউয়িরা। অন্যদিকে টানা ৪ ম্যাচ হেরে চরম সমালোচিত হওয়ার পর বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। দুই দলই সেমিফাইনালে এগিয়ে যাওয়ার জন্য জিততে চায়। এরপর দিনের দ্বিতীয় ম্যাচ রয়েছে দুপুর ২টো থেকে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (ENG vs AUS) ম্যাচ। দুই দলের পরিস্থিতি একেবারে উল্টো। টানা চার ম্যাচ জিতেছে অজিরা। আর টানা ৪ ম্যাচ হেরেছে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে কোন দল ২ পয়েন্ট তুলে নেবে সেটাই দেখার। এই জোড়া ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply