কিং কোহলি ছুঁলেন সচিনকে, ক্রিকেট দুনিয়া ভাসল উচ্ছ্বাসে।Image Credit source: AFP
কলকাতা: গ্রেটেস্ট অব অল টাইম… কিং কোহলি… টুইটারে রবি-সন্ধেয় ট্রেন্ডিং #ViratKohli হবে না-ই বা কেন। ক্রিকেটের নন্দনকাননে স্বর্ণাক্ষরে সচিনকে ছুঁলেন বিরাট। চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় বার তিন অঙ্কের রান এল বিরাটের ব্যাটে। ইডেন তৈরি ছিল কোহলির জন্মদিনে তাঁকে তাতাতে… আর কোহলি? তিনিও হতাশ করলেন না। ৩৫তম জন্মদিনে একটা স্মরণীয় ইনিংস উপহার দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। হাউসফুল গ্যালারির সামনে শতরান করে কোহলিও বিরাট খুশি। কোহলির ওডিআই কেরিয়ারের ৪৯তম শতরান হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিরাটের অনুরাগীরা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল তারই কিছু ঝলক।
রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির জন্মদিনের শুভেচ্ছাবার্তার বন্যা বইছিল। রবি-রাতে ইডেনে বিরাট কোহলি সেঞ্চুরি করার পর আরও একবার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বইল। আর সেটা হওয়া খুবই স্বাভাবিক। কারণ দিনের পর দিন বিরাটভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে কিং কোহলি স্পর্শ করবেন মাস্টার ব্লাস্টারের ৪৯তম ওডিআই সেঞ্চুরির রেকর্ড। আজ সেই দিন। আজ ক্রিকেট প্রেমীরা বলাবলি করছেন, ইডেনের জন্যই তোলা ছিল বিরাটের এই মাইলস্টোন। জন্মদিনে সচিনও ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন। এ বার বিরাটও করলেন।
এই খবরটিও পড়ুন
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৪৫২ ইনিংসে সচিন তেন্ডুলকর ৪৯টি শতরান করেছিলেন। আর বিরাট কোহলি সেই রেকর্ড স্পর্শ করলেন মাস্টার ব্লাস্টারের থেকে অনেক কম ইনিংসে। ওডিআইতে বিরাটের ৪৯তম শতরান এল ২৭৭ ইনিংসে। কোহলির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের এটি ৭৯তম শতরান। স্বাভাবিকভাবেই বিরাট কোহলির ভক্তদের জন্য আজ ডাবল সেলিব্রেশনের দিন।
বিরাটের ৪৯তম ওডিআই সেঞ্চুরির পর বীরুর বার্তা —
What a day to equal the great man’s record of most ODI 100’s. His birthday at the historic Eden Gardens. Take a bow, #ViratKohli . Congratulations on a great one, ragon mein 100, dil me Bharat pic.twitter.com/ZDQwvHDQQW
— Virender Sehwag (@virendersehwag) November 5, 2023
এক ঝলকে দেখে নিন নেট দুনিয়ায় বিরাটের ৪৯তম ওডিআই শতরানের জন্য কী বার্তা দিলেন তাঁর ভক্তরা —
Huge congratulations to our King ???? finally 49th ODI ton on very special day of his birthday oh man he’s genius equalised the god of cricket record ???? with 49 wow you are Modern day master log bolenge selfish bolne do hum jaante hai what a milestone ????????????????????#INDvsSA #ViratKohli pic.twitter.com/ZvZl4lEbaI
— Yash k_335 (@335Yash) November 5, 2023
He deserve to be the KING????????
He is only ageing like fine wine ????????
here’s VIRAT no. 79 ????#INDvSA #ViratKohli #ViratKohli???? #GOAT???? #Century pic.twitter.com/rtEyt6HkPS— The Random Guy????❤️ (@onlyyrandomguy) November 5, 2023
???????? What a sensational knock by the maestro! #ViratKohli brings up yet another magnificent century in style! A true icon of the game, showing us all how it’s done. The sheer grit, focus, and determination is awe-inspiring. Keep shining, Virat! ????????
Return Gift ????????????… pic.twitter.com/q2etg6gBGJ
— ???????????????????????????? ???? (@CapXSid) November 5, 2023
THE GREATEST OF ALL TIME King #ViratKohli Equals GOD OF CRICKET Sachin Tendulkar For 49 ODI CENTURIES, Whatttt a Moment! Truly Iconic ???? #INDvSA pic.twitter.com/5VkijJhFDB
— YOGESH (@i_yogesh22) November 5, 2023