বিরাট পরিস্থিতি অনুযায়ী খেলবে, সেটাই তো চাই…


কলকাতা: ইডেন গার্ডেন্স এবং বিরাট কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির ব্যবধান ১৪ বছর। বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি এসেছিল এই ইডেন গার্ডেন্সেই। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন। রেকর্ড ৪৯তম ওডিআই সেঞ্চুরি এল সেই ইডেনেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস। বিরাট সেঞ্চুরি করলেন, অথচ ইনিংসে নেই একটিও ছয়! কিছুটা অবাক করার মতোই। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য অবাক নন। বরং, এটাই দলের প্রত্যাশা। সেঞ্চুরিয়ন কোহলিকে নিয়ে সেই ব্যাখ্যাই করলেন রোহিত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিং নেন রোহিত। নিজে বিধ্বংসী শুরু করেন। দুই ওপেনার ফিরতেই ইনিংস অ্যাঙ্কর করেন বিরাট। শুরু থেকে শেষ অবধি ক্রিজে থেকে সেঞ্চুরির ইনিংস। বাকিদের সহযোগিতায় ৩২৬-এর বিশাল স্কোরে পৌঁছয় ভারত। রোহিত বলেন, ‘গত তিন ম্যাচের কথা ভাবুন, আমাদের খেলার ধরন পাল্টেছে। এই ম্যাচে প্রয়োজন ছিল বিরাট পরিস্থিতি অনুযায়ী খেলুক। বোলিংয়েও আমাদের নজর ছিল, সঠিক জায়গায় বল রাখুন বোলাররা। বাকিটা পিচের সহযোগিতা।’

কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরিতে মাস্টার ব্লাস্টার সচিনকে ছুঁয়েছেন বিরাট কোহলি। শুভেচ্ছার বন্যায় ভাসছেন কিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। যাঁর রেকর্ড ছুঁয়েছেন, কিংবদন্তি সচিনও শুভেচ্ছা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই বিশ্বকাপ বিরাটের। তাঁকে কেন্দ্র করেই যেন দলের বাকিরা খেলছেন। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন বিরাটের সঙ্গে কার্যকরী জুটি গড়েন শ্রেয়স, সূর্য, জাডেজা। মিডল অর্ডারের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোহিত শর্মা। বোলিং আক্রণকে নিয়ে নতুন করে যেন প্রশংসার ভাষাই খুঁজে পাচ্ছেন না অধিনায়ক।



Leave a Reply