ইডেন গার্ডেন্সে তৈরি হল যে সমস্ত রেকর্ড…


কলকাতা: তেইশের বিশ্বকাপে বিধ্বংসী দল দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে ধারাবাহিক অবশ্য ভারত। টানা আট ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। ইডেন গার্ডেন্সে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট বজায় থাকল। এক পেশে ম্যাচে ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয়। জন্মদিনে সেঞ্চুরির ইনিংস বিরাট কোহলির। ওডিআই সেঞ্চুরির সংখ্যায় ছুঁলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। পাঁচ উইকেট নিয়ে ভারতের জয়ে অন্যতম নায়ক রবীন্দ্র জাডেজা। এই ম্যাচে তৈরি হল নানা রেকর্ড। বেশির ভাগ রেকর্ডই ভারত এবং ভারতীয় ক্রিকেটারদেরই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যে রেকর্ডগুলি হল…

  1. ৪৯-নম্বর ওডিআই সেঞ্চুরি বিরাট কোহলির। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁলেন বিরাট কোহলি। সচিন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করেছিলেন, কোহলি মাত্র ২৭৭ ইনিংসে।
  2. ১১৯- ওডিআইতে ১১৯ বার পঞ্চাশোর্ধ স্কোর বিরাট কোহলির। সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৪৫)। বিরাট কোহলি ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (১১৮)।
  3. ৮৩-এই স্কোরেই অলআউট দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে লজ্জার রেকর্ড প্রোটিয়াদের। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে অলআউট করেছিল ভারত। পুরুষদের ওডিআই বিশ্বকাপে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। ওডিআই ফরম্যাটে যুগ্মভাবে সর্বনিম্ন।
  4. ৪-ওডিআই ম্যাচে এ বছর ভারতীয় দল ১০০-র কমে অলআউট করেছে প্রতিপক্ষকে। পুরুষদের ক্রিকেটে এটিই সর্বাধিক। রেকর্ড ভারতের।
  5. ১৩৮- গত দুটি ওডিআইতে মাত্র এই রান দিয়েছে ভারত। শ্রীলঙ্কাকে ৫৫ রানে অলআউট করার পর দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। টানা দু-ম্যাচ মিলিয়ে এটিই সবচেয়ে কম রান দেওয়া। এত দিন রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৯২-৯৩ সালে পাকিস্তানকে দু-ম্যাচে ১৫২ রান (৮১ ও ৭১) দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
  6. ২৪৩-ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার হারের ব্যবধান এই রান। পুরুষদের ওডিআইতে রানের নিরিখে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার।
  7. ৫-এ বছর পাঁচ ম্যাচে ২০০-র বেশি রানের ব্যবধানে জিতেছে ভারত। পুরুষদের ক্রিকেটে বছরে তিন বারের বেশি কোনও দল ২০০ প্লাস রানের ব্যবধানে জিততে পারেনি।
  8. ২-পুরুষদের ওডিআই বিশ্বকাপে ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে ম্যাচে পাঁচ উইকেটের রেকর্ড রবীন্দ্র জাডেজার। ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
  9. ২-বিরাটের আগে মাত্র দু-জন বিশ্বকাপের মঞ্চে নিজেদের জন্মদিনে সেঞ্চুরি করেছেন। ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ২৭তম জন্মদিনে অপরাজিত ১৩১ রান করেছিলেন নিউজিল্যান্ডের রস টেলর। এ বারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গত মাসেই নিজের ৩২তম জন্মদিনে সেঞ্চুরি করেন মিচেল মার্শ।

Leave a Reply