‘৪৯তম ওডিআই শতরান বিরাট প্রাপ্তি’, কোহলিকে প্রশংসায় ভরালেন গম্ভীর
নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক কেমন? যে কোনও ক্রিকেট প্রেমীকে এই প্রশ্ন করা হলে আসবে বিভিন্ন উত্তর। অনেকেই তাতে বলবেন, কোহলি-গম্ভীরের সম্পর্ক তো আদায় কাঁচকলায়! আবার উল্টো বলার মতো মানুষজনও পাওয়া যাবে অনায়াসেই। তবে ২০২৩ এর আইপিএলের সময় বিরাট আর গৌতমের ধুন্ধুমার ঝামেলা ক্রিকেট দুনিয়ার হটকেক হিসেবে ছড়িয়ে পড়েছিল। অবশ্য পরে তাঁদের মধ্যে প্রকাশ্যে ঝামেলার মিটমাটও হয়েছিল। কিন্তু তারপরও ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় থাকেন সেই সময়ের, যখন ক্রিজে থাকেন কোহলি আর কমেন্ট্রি বক্সে গৌতম। কারণ যে কোনও মুহূর্তে বোমা ফাটাতেই পারেন গৌতি। চলতি বিশ্বকাপে বিরাট কোহলি দুরন্ত ছন্দে রয়েছেন। রবিবার ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের ওডিআই কেরিয়ারের ৪৯তম শতরান করেছেন। এবং স্পর্শ করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড। তারপর থেকে কোহলি শুভেচ্ছা বার্তায় ভাসছেন। আর বিরাটের এই সাফল্যের পর চুপ থাকেননি গৌতমও। কোহলিকে প্রশংসায় ভরিয়েছেন গৌতি। কী বলেছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিরাটের ৪৯তম ওডিআই সেঞ্চুরি নিয়ে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে গৌতম গম্ভীর বলেছেন, ‘আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করা একটা বিরাট প্রাপ্তি। বিরাটকে শুভেচ্ছা জানাই। আশা করি ও দেশের হয়ে এমন আরও ভালো পারফর্ম করবে।’