BAN vs SL,ICC World Cup 2023 Live Score: বাংলদেশ-শ্রীলঙ্কা ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন


নয়াদিল্লি: দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষে এসে পৌঁছেছে তেইশের বিশ্বকাপ(ICC World Cup 2023)। একের পর এক রুদ্ধশ্বাস জয়ের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে বেশ কিছু দল। সেমিফাইনালের স্বপ্নে ইতি ঘটেছে বেশ কিছু দলের। তার মধ্য়েই রয়েছে বাংলাদদেশ ও শ্রীলঙ্কা। দুই দলেরই ইতিমধ্যে সেমিফাইনালের স্বপ্নে ইতি ঘটেছে। আজ, সোমবার দিল্লিতে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেমিফাইনালের সম্ভাবনা শেষ হলেও,এখন চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনেই লক্ষ্য শ্রীলঙ্কা ও বাংলাদেশের। আইসিসি আগেই নিশ্চিত করেছে যে বিশ্বকাপের শীর্ষ সাত দল এবং আয়োজক পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। পাকিস্তান যেহেতু সাতের মধ্যেই রয়েছে ও আয়োজক তারা তাই সাত নম্বর জায়গাটা এখনও ফাঁকা। সেটি নিশ্চিত করতেই মাঠে দুই দল। এই ম্যাচে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply