মুম্বই: মায়ানগরী। এই শহরে অনেক অবিশ্বাস্য কিছু ঘটে। কারও স্বপ্ন পূরণ হয়। অনেকের স্বপ্ন হারিয়ে যায়। ইব্রাহিম জাদরানের ক্ষেত্রে ঠিক কি বলা যায়? পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। তার আগের দিন অনুশীলনে ক্রিকেট ঈশ্বরের দেখা। কথা বলারও সুযোগ জাদরানের। এ বারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আফগান ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধেক স্বপ্ন পূরণও হল। যদিও ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল ইব্রাহিমকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের আগের অনুশীলনে আফগান প্লেয়ারদের মাঝে কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সকলের সঙ্গেই কথা বলেন, পরামর্শ দেন মাস্টারব্লাস্টার। সবচেয়ে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন ইব্রাহিম জাদরান। সর্বকালের সেরা ব্যাটারের থেকে মূল্যবান পরামর্শ পান। কাজেও লাগালেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরির ইনিংস। এই বিশ্বকাপে একাধিক বার সেঞ্চুরির কাছ থেকে ফিরেছেন ইব্রাহিম জাদরান। অবশেষে সচিনের মাঠেই সেঞ্চুরি ১৮ নম্বর জার্সির এই আফগান ওপেনারের। বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি ২১ বছরের জাদরানের।
আফগানিস্তান হারলেও ইব্রাহিম জাদরানের ইনিংস সে দেশের ক্রিকেট ইতিহাসে থেকে যাবে। সচিনের সঙ্গে কী কথা হয়েছিল? ইব্রাহিম বলছেন, ‘সচিন তেন্ডুলকরের সঙ্গে অনেক বিষয়েই কথা হয়েছে। অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ম্যাচের আগে আমি সতীর্থদের বলেছিলাম, সচিনের মতো ব্যাট করব। তাঁর পরামর্শ প্রচুর এনার্জি এবং আত্মবিশ্বাস দিয়েছিল।’
ইব্রাহিমের ইনিংসের সৌজন্য়ে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আফগানিস্তান। মাত্র ৯১ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল আফগানিস্তান। যদিও ম্যাক্সওয়েলের জোড়া ক্যাচ ফসকে নিজেরাই চাপ বাড়ায়। এরপর কি আর ম্যাক্সওয়েলকে আটকানো যায়! একার হাতেই ম্যাচ জেতান ম্যাক্সওয়েল।