ICC ODI World Cup 2023: সচিন বনাম বিরাট, কী বলছে পরিসংখ্য়ান?


কলকাতা: জন্মদিনে মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ই়ডেনের (Eden Gardens) মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে, জন্মদিনে নিজেকে রিটার্ন গিফট দিয়েছেন তিনি। সেই সঙ্গেই স্পর্শ করেছেন ওডিআইতে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)৪৯ তম সেঞ্চুরির রেকর্ড। তবে সচিন যতদিন সময় নেন এই রেকর্ড গড়তে, তার থেকে কমদিনে এই মাইলস্টোন গড়েন কিং। চোখ বুলিয়ে নিন কত ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন দুই তারকা? TV9 Bangla Sports-এ বিস্তারিত।

জন্মদিনে নিজেকে দেওয়া এর থেকে দামি উপহার আর কী হতে পারত! ইডেনের মাটিতে যেন শতরানে লক্ষ্য নিয়েই নেমেছিলেন কোহলি। নিজের লক্ষ্যে বরাবর অবিচল থাকতে পছন্দ করেন তিনি। এ বারও তার অন্যথা হল না। ঠান্ডা মাথায় সেঞ্চুরি করে দলকে জয়ের দিকে এগিয়ে দেন। ১২১ বলে ১০১ রান করে জীবনের ৪৯ তম শতরানটা করেই ফেলেন শেষমেষ। মাস্টারকে ছুঁয়ে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন কোহলি। পরিসংখ্যান বলছে,সচিনের থেকে কম সময়ে এই মাইলস্টোন স্পর্শ করেছেন কিং। ওডিআই কেরিয়ারে ঘরের মাঠে ২০ সেঞ্চুরি করেছিলেন সচিন। অন্যদিকে ঘরের মাঠে কোহলির দখলে ২৩ শতরান। দেশের বাইরে সচিনের ২০ সেঞ্চুরি রয়েছে,আর বিরাটের ২১। নিরপেক্ষ ভেনুতে ১৭ শতরান করেছেন মাস্টার ব্লাস্টার এবং ৫ বার শতরানের দেখা পেয়েছেন বিরাট।

রান তাড়া করতে নেমে ভারতের জয়ে ১৪ টি শতরান রয়েছে সচিনের। এক্ষেত্রে বিরাটের সাফল্য় ২৩। এই জন্যই বিরাটকে চেজ মাস্টার বলা হয়। কারণ রান তাড়ার ক্ষেত্রে দলের হয়ে সবসময়ই বাড়তি ভূমিকা রাখেন কোহলি।এই রেকর্ড গড়তে সচিনের লেগেছিল ৪৫২ ইনিংস। সেখানে বিরাটের লেগেছে ২৭৭ ইনিংস। সচিনের থেকে ১৭৫ ইনিংস কম খেলেই মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট।

Leave a Reply