নেইমারের বান্ধবী ও মেয়েকে অপহরণের চেষ্টা তিন সশস্ত্র দুষ্কৃতীর!


নেইমারের বান্ধবী-মেয়েকে অপহরণের চেষ্টা

সাও পাওলো: মাসখানেক আগেই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নেইমারের (Neymar) বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি (Bruna Biancardi)। এ বার সাও পাওলোতে নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে ৩ সশস্ত্র দুষ্কৃতী হামলা করল। নেইমারের বান্ধবী ব্রুনা ও তাঁদের সদ্যোজাত মেয়েকে অপহরণের চেষ্টা করল সেই দুষ্কৃতীরা। অবশ্য ঘটনার সময় বাড়িতে ছিলেন না নেইমারের বান্ধবী ও মেয়ে। যে কারণে ব্রুনার বাড়িতে হল বড়সড় ডাকাতি। অভিযুক্ত দুষ্কৃতীরা ব্রুনার বাবা এবং মায়ের হাত-পা বেঁধে দিয়েছিলেন। অবশ্য তাঁদের কোনও ক্ষতি করেনি দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্রাজিল (Brazil) পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply