যেন ‘উঠে দাঁড়ানোর’ চেষ্টায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার!Image Credit source: PTI
পুনে: ফুটবলে হয়তো ইংল্যান্ডকে চ্যালেঞ্জ করে নেদারল্যান্ডস বলতেই পারে, মাঠে দেখে নেব! এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের যা পরিস্থিতি, তাতে ক্রিকেটেও বলতে পারে। এখনও অবধি সাতটি ম্যাচ খেলে মাত্র একটি জয় ইংল্যান্ডের। তেইশের বিশ্বকাপে সেই জয়টা কবে এসেছিল, ইংল্যান্ড শিবিরও হয়তো ভুলে গিয়েছে। টানা পাঁচ ম্যাচ হেরে সরকারি ভাবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। পয়েন্ট টেবলে লাস্ট বয় ইংল্যান্ড। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের আশাও ক্ষীণ। আজ বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে মঞ্চে আজ ইউরোপিয়ান দ্বৈরথ। ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্য়ান্ডের কাছে কোনও প্রেরণা না থাকাটাই যেন প্রেরণা। আজকের ম্যাচের পর শেষ ম্যাচ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এই দুটো ম্যাচ জিতে যদি একটু উঠে দাঁড়ানো যায়। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। প্র্যাক্টিস সেশনে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার যেন সেই চেষ্টাই করছিলেন। মানে উঠে দাঁড়ানোর। ম্যাচে পারফরম্যান্সে সেই কাজটা করতে পারেন কিনা, সেটাই বেশি জরুরি।
এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা নেদারল্যান্ডস শুরুতে দারুণ সম্ভাবনা দেখিয়েছিল। দক্ষিণ আফ্রিকার মতো বিধ্বংসী দলকে হারিয়েছে তারা। আরও একটা ম্যাচ জিতেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে। ইংল্যান্ডের তুলনায় কিছুটা হলেও আত্মবিশ্বাসে এগিয়ে থাকতেই পারে ডাচরা। ২০১১ বিশ্বকাপে ভারতের মাটিতেই খেলেছিল তারা। সে-বার একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি নেদারল্যান্ডস। এবার অন্তত দুটি ম্যাচ জয়ের গর্ব নিয়ে ফিরতে পারবে।
নেদারল্যান্ডসের জন্য আরও বড় সাফল্য অপেক্ষা করছে। আজকের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে ছয় পয়েন্ট নিয়ে টেবলে সপ্তম স্থানে উঠে আসবে তারা। শেষ ম্যাচে ভারতের কাছে হারলেও শীর্ষ সাতে থাকার সুযোগ হতে পারে। কেন না, চার পয়েন্টে থাকা বাকি দুই দলের শেষ ম্যাচ রয়েছে কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান যেহেতু প্রথম আটেই রয়েছে, নেদারল্যান্ডস যদি আট নম্বরেও শেষ করতে পারে, ২০২৫ সালের যোগ্যতা অর্জন সম্ভব। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে ডাচদের কাছে?