কল্যান চৌবের সঙ্গে জিয়ান্নি ইনফান্তিনো।Image Credit source: Twitter
নয়াদিল্লি: সন্তোষ ট্রফির (Santosh Trophy) গ্ল্যামার যেন ক্রমশ বাড়ছে। গত বার চূড়ান্ত পর্ব হয়েছিল সৌদি আরবে। এ বার সেই সন্তোষ ট্রফিতেই হাজির থাকবেন ফিফা প্রেসিডেন্ট (FIFA President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। মার্চ মাসের ৯ অথবা ১০ তারিখ অরুণাচল প্রদেশে সন্তোষ ট্রফি ফাইনাল হওয়ার কথা। সেখানেই হাজির থাকার কথা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার সর্বোচ্চ কর্তার। সেই সঙ্গে একঝাঁক ফিফা কর্তার আসার কথা। বৃহস্পতিবার দিল্লির ফুটবল হাউসে ছিল ফেডারেশনের কার্যকরী সমিতির সভা। সেখানেই ইনফান্তিনোর আসার কথা ঘোষণা করেছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। TV9Bangla Sports এ বিস্তারিত।
বিস্তারিত আসছে…