নয়াদিল্লি: টানা আট ম্য়াচ জিতে সপ্তম স্বর্গে টিম ইন্ডিয়া। ভারতের লক্ষ্য এখন ঘরের মাঠে বিশ্বকাপ জেতা। বিশ্বকাপ শেষ করেই অস্ট্রেলিার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তার আগেই ভারতীয় শিবিরে আশঙ্কার মেঘ। অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়তো পাওয়া যাবে না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর সূত্রে এমনই খবর। এখনও কি সুস্থ হতে সময় লাগবে তাঁর? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদ
চলতি বিশ্বকাপ শেষ হওয়ার পরও ছুটি নেই ভারতের। বিশ্বকাপ শেষ করে অজিদের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২৩ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ। ভাইজাগে প্রথম ম্যাচের পর তিরবনন্তুপুরম, গুয়াহাটি, নাগপুর, হায়দরাবাদ মিলিয়ে চলবে এই টুর্নামেন্ট। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারেন হার্দিক পান্ডিয়াকে। প্রসঙ্গত, বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে চোট পান হার্দিক। চোট এতটাই গুরুতর ছিল যে ম্যাচচলাকালীন মাঠ ছাড়তে হয় তাঁকে। বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, পুরোপুরি সেরে উঠতে এখনও কিছুটা সময় লাগবে হার্দিকের। ১৫ নভেম্বর বিশ্বকাপ সেমিফাইনালের পরই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে ভারতীয় বোর্ড। চোটের কারণে সম্ভবত দলে থাকবেন না এই ভারতীয় অলরাউন্ডার।
টি-টোয়েন্টি দলে বহুদিন ধরে রাখা হচ্ছে না রোহিত শর্মা, বিরাট কোহলিদের। এ বার হার্দিকও যদি বাদ যান, স্বাভাবিক ভাবেই চাপ বাড়বে ভারতের। হার্দিকের পরিবর্তে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে পারেন সূর্যকুমার যাদব বা ঋতুরাজ গায়কোয়াড়। যদিও এখনই এই বিষয়ে সঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে তা জানা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলার পর দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা ভারতের। ডারবানে ১০ ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। সেই সিরিজেও হার্দিককে পাওয়া যাবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সবটাই হার্দিকের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বলে জানা গিয়েছে।