মহম্মদ সামি ও গ্লেন ম্যাক্সওয়েল
কলকাতা: সেমিফাইনালে পাকিস্তান (Pakistan) নয়, নিউজিল্যান্ডেপ বিরুদ্ধে নামতে চলেছে রোহিত শর্মার ভারতীয় টিম। যদিও অঙ্কের হিসেবে এখনও শেষ চারের লড়াইয়ে টিকে রয়েছে বাবর আজমের পাকিস্তান। কিন্তু সে কঠিন অঙ্ক পূরণ করে সেমিফাইনালে উঠবে, এমন আশা কেউই রাখছেন না। কেন উইলিয়ামসনের টিমের বিরুদ্ধে ২০১৯ সালের বিশ্বকাপে (ICC World Cup 2023) সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে শেষ পর্যন্ত হেরে যায় ভারত। এ বার অবশ্য দুরন্ত ফর্মে থাকা ভারতকে কিউয়িদের থেকে এগিয়ে রাখা হচ্ছে। ঘরের মাঠে খেলার সুবিধাও পাবেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। ফাইনালে ভারত যদি ওঠে প্রতিপক্ষ কে হতে পারে? ইডেনে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়াই (India vs Australia) দেখতে চাইছে ক্রিকেট মহল। দুরন্ত ফর্মে থাকা ভারত, বিরাটের আগুনে ছন্দ, সামি-বুমরাদের ধারাবাহিক পারফরম্যান্স— এ সব নিয়ে মুখ খুললেন গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell)। TV9Bangla Sportsএ বিস্তারিত।
দিন কয়েক আগেই বিশ্বকাপে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিরুদ্ধে রাত তাড়া করতে নেমে নট আউট ২০১ রানের ইনিংসটা এখনও চর্চায়। ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংস কিনা, তা নিয়েও আলোচনা শেষ হয়নি। কাফ মাসলের মারাত্মক চোট নিয়েও যে এমন ইনিংস খেলা যায়, এখনও বিশ্বাস হচ্ছে না যেন ক্রিকেট মহলের। বিশেষজ্ঞরা মোহিত হয়ে রয়েছেন। সেই ম্যাক্সওয়েল কিন্তু ভারতীয় বোলারদের সামলানোর আগে বেশ চিন্তায়। রবীন্দ্র জাডেজা থেকে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব থেকে মহম্মদ সামি— ভারতীয় বোলাররা এই বিশ্বকাপে দুরন্ত ছন্দে। ব্যাটাররা যেমন রান তুলছেন, ভারতীয় বোলাররা দিচ্ছেন পাল্টা চাপ। তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে প্রতিপক্ষ। ম্যাক্সি আইপিএলে খেলছেন অনেক বছর। তিনিও জানেন বুমরা-সামিরা যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে সেরাটা দিতে পারেন। সেই অভিজ্ঞতা থেকেই রীতিমতো সমীহ করছেন সামিদের।
ম্যাক্সি বলছেন, ‘আমার মনে হয়, ভারতীয় বোলারদের বিরুদ্ধে খেলতে হলে শুরুতেই বলটাকে পুরনো করে দিতে হবে। সুইং হলেও বেশ কিছু শট নিতে হবে, যাতে বল পুরনো হয়ে যায়। সুইং বন্ধ করলেই কিন্তু ভারত স্পিন আক্রমণে চলে যাবে। তখনও পাল্টা চাপে রাখার কাজ করতে হবে। ভারতীয় বোলারদের বিরুদ্ধে কিন্তু পাওয়ার প্লে-তে অধিকাংশ টিমই রক্ষণাত্মক খেলেছে। তার থেকে ভালো শূন্যতে আউট হয়ে ফিরে আসা।’
বোঝাই যাচ্ছে, ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা না থাকলেও পরিকল্পনা সেরে রাখছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ। কিন্তু ভারত যে ওয়াংখেড়েতে সেই বাধা টপকে যেতে পারবে, তা ভালো মতোই জানেন ম্যাক্সিরা। ভারতীয় বোলিংয়ের ভূয়সী প্রশংসা করলেও সামি আলাদা করে মন জয় করে নিয়েছেন অজি অলরাউন্ডারের। ম্যাক্সওয়েল বলছেন, ‘নতুন বলে সামি সত্যিই অসাধারণ। বুমরা কতটা ভালো বোলার, জানতে বাকি নেই। সিরাজের মতো উইকেট টেকার খুব কম আছে। বুমরা শুরু করবে, সিরাজ শেষ করবে। কিন্তু সামির লেট আউট সুইং সামলানো কিন্তু কঠিন কাজ।’