ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে চার-ছক্কার ফুলঝুরি ফুটছে যাঁদের ব্যাটে
কলকাতা: ভারতের মাটিতে কাপযুদ্ধ চলছে। অবশ্য গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ হয়ে গিয়েছে। এ বার দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বাকি। টুর্নামেন্টের গ্রুপ পর্বে রোহিত শর্মার ভারতকে কোনও দল হারাতে পারেনি। টানা ৯ ম্যাচ জিতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে চলেছে মেন ইন ব্লু। তেইশের বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রতি ম্যাচেই ক্রিকেটারদের ব্যাটে কমবেশি চার-ছক্কা দেখা গিয়েছে। জানেন এখনও অবধি এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি চার এবং সবচেয়ে বেশি ছয় কোন ক্রিকেটার মেরেছেন? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন, তেইশের বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারা ৫ ক্রিকেটার এবং সবচেয়ে বেশি চার মারা ৫ ক্রিকেটার কারা।
তেইশের বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি ছয় মারা ৫ ক্রিকেটার হলেন —
- রোহিত শর্মা – ভারত অধিনায়ক রোহিত শর্মা চলতি বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ২৪টি ছয় মেরেছেন। তিনিই রয়েছেন সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে। তাঁর মোট রান ৫০৩।
- গ্লেন ম্যাক্সওয়েল – অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারদের তালিকায় ২ নম্বরে রয়েছেন। তিনি ৭ ম্যাচে ২২টি ছয় মেরেছেন। তাঁর মোট রান ৩৯৭।
- কুইন্টন ডি’কক – প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’কক এ বারের বিশ্বকাপে ৯টি ম্যাচে ২১টি ছয় মেরেছেন। তাঁর মোট রান ৫৯১।
- ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার চলতি বিশ্বকাপে ৯টি ম্যাচে ২০টি চার মেরেছেন। ওয়ার্নারের মোট রান ৪৯৯।
- মিচেল মার্শ – অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ বিশ্বকাপে ৮টি ম্যাচে ২০টি চার মেরেছেন। তাঁর মোট রান ৪২৬।
তেইশের বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি চার মারা ৫ ক্রিকেটার হলেন —
- রোহিত শর্মা – টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের ব্যাটে এ বারের বিশ্বকাপের সবচেয়ে বেশি ছয় এবং চার এসেছে। রোহিত ৯টি ম্যাচে মোট ৫৮টি চার মেরেছেন। তাঁর মোট রান ৫০৩।
- কুইন্টন ডি’কক – রোহিতের মতো প্রোটিয়া তারকা কুইন্টন ডি’ককের ব্যাটেও সমানতালে ছয়-চার এসেছে। ৯ ম্যাচে ডি’কক মেরেছেন ৫৭টি চার। তাঁর মোট রান ৫৯১।
- বিরাট কোহলি – চলতি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটে ৯টি ম্যাচে এসেছে ৫৫টি চার। তাঁর মোট রান ৫৯৪। গ্রুপ পর্ব শেষে আপাতত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান করা ব্যাটার।
- রাচিন রবীন্দ্র – কিউয়ি তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র বিশ্বকাপে ৯টি ম্যাচে ৫২টি চার মেরেছেন। তাঁর মোট রান ৫৬৫।
- ডেভন কনওয়ে – কিউয়ি তারকা ওপেনার ডেভন কনওয়ে এ বারের বিশ্বকাপে ৯টি ম্যাচে ৫১টি চার মেরেছেন। তাঁর মোট রান ৩৫৯।