ICC ODI World Cup 2023: সেমিফাইনালে ওয়াংখেড়ের পিচ আদৌ সঙ্গ দেবে? চিন্তায় কুলদীপ যাদব


বেঙ্গালুরু: টানা নয় ম্যাচ জিতে রাজার মত গ্রুপ পর্ব শেষ করেছে টিম ইন্ডিয়া (Team India) । এ বার সেমিফাইনালের যুদ্ধ। তার যুদ্ধ প্রস্তুত হচ্ছে দল। ১৫ নভেম্বর সেমিফাইনালে ওয়াংখেড়েতে নিউজিল্য়ান্ডের (New Zealand)  মুখোমুখি হবেন রোহিত শর্মারা। সেমিফাইনালে নিউজিল্যান্ড, আশা না আশঙ্কা এই নিয়ে চিন্তা কিন্তু থাকছে। কারণ অতীতে ব্ল্যাক ক্যাপসদের কাছে বহু বার ব্য়র্থ হতে হয়েছে ভারতকে। ২০ বছরের খড়া কাটিয়ে তেইশের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) কিউয়িদের হারাতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। এ বার সে সেমিফাইনালে কিউয়ি বধের লক্ষ্যে নামবে মেন ইন ব্লু। তার আগে ওয়াংখেড়ের পিচ নিয়ে চিন্তা প্রকাশ করলেন কুলদীপ যাদব। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত এখনও ভোলেনি টিম ইন্ডিয়া। তাই অতীতের বদলা নিতে মরিয়া রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। কিন্তু ওয়াংখেড়ের পিচ কতটা সঙ্গ দেবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। কিউয়িদের রুখতে হলে প্রথম দিকে উইকেট তুলে নিতে হবে বলেই মনে করছেন কুলদীপ। এই প্রসঙ্গে তিনি বলছেন, “বোলিংয়ের জন্য ওয়াংখেড়ের পিচ যথেষ্ট কঠিন। বাউন্স থাকায় ব্যাটারদের সুবিধা হতে পারে। টি-টোয়েন্টির ব্যাপারটা আলাদা। কিন্তু ওডিআইতে বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ থেকে যায়। নিউজিল্যান্ডের উপর চাপ সৃষ্টি করতে শুরুতেই উইকেট তুলে নিতে হবে।”

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। তবে অতীত নিয়ে খুব একটা ভাবছেন না কুলদীপ। এই প্রসঙ্গে জানান, ওটা চার বছর আগে কথা। এখন সময় বদলেছে। এই বিষয়ে কুলদীপের সংযোজন, “চার বছর কেটে গিয়েছে। মাঝে আমরা অনের দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি। তাই জানি কিউয়িরা কী করতে পারে জানা আমাদের। পুরো টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সেমিফাইনালেও সেই ধারা ধরে রাখার চেষ্টা করব।”

Leave a Reply