আপনার ঘরেও থাকতে পারে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি!


কলকাতা: ভারত কি তৃতীয় বার ওডিআই বিশ্বকাপ জিতবে? কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীরা প্রত্যাশা এমনই। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে রূপকথার শুরু হয়েছিল। ভারতীয় ক্রিকেটে কয়েক প্রজন্মের কাছে সেটাই ছিল একমাত্র উদাহরণ। এরপর অপেক্ষায় কেটেছে ২৮টা বছর। ২০১১ সালে ঘরের মাঠেই দ্বিতীয় বার এই ফরম্যাটে বিশ্বজয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে অপেক্ষার অবসান হয়েছিল। এক যুগ পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ। প্রত্যাশা, ট্রফি থাকুক ঘরেই। এখনও অবধি ভারতীয় দলের পারফরম্যান্স সেই ইঙ্গিতই দিচ্ছে। আচ্ছা, বিশ্বকাপের ওই ট্রফি না হোক, যদি হুবহু একটা ট্রফি আপনার ঘরেও থাকে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের রেপ্লিকা পাওয়া বা কেনা হয়তো কঠিন নয়। তবে আইসিসির উদ্যোগে যে রেপ্লিকা তৈরি হয়েছে, তার জন্য সাধের সঙ্গে সাধ্য থাকাও ভীষণ জরুরি। হুবহু আইসিসি বিশ্বকাপ ট্রফির মতোই। ডিজাইনও সেখান থেকেই নেওয়া। নিউটাউনের বাসিন্দা বাংলার উদ্যোগপতি ডন কবিরাজের সংস্থাকে এই রেপ্লিকা বিক্রির স্বত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ভারত, দুবাই এবং সার্ক-এর (SAARC) অন্তর্ভূক্ত দেশগুলিতেই এই সংস্থা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা সরবরাহ করবে। সংখ্যা যে খুবই সীমিত! মাত্র ১১টি রেপ্লিকা থাকছে। তবে এ শুধুই রেপ্লিকা নয়!

সোনালি ট্রফি। সব মিলিয়ে ওজন প্রায় ৪ কেজি। যার মধ্যে সোনা থাকছে ১.৩৪৩ কেজি। ২৪ ক্যারাট সোনা। সঙ্গে আরও মূল্যবান ধাতুতে গড়া হয়েছে এই রেপ্লিকা। আইসিসির সার্টিফিকেট রয়েছে। উচ্চতা ৩০ সেমি। জার্মানির একটি সংস্থা এই ট্রফি বানিয়েছে। আর এর মূল্য! খানিকটা ফ্লাইট ফেয়ারের মতো বলা যায়। স্পেশ্যাল নম্বরের মতো প্রতিটা ট্রফির দাম কম-বেশি হবে। ভারত যদি তৃতীয় বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়! একটি ট্রফিতে কিন্তু ৩-ও লেখা রয়েছে। তার দাম বাকিগুলোর তুলনায় অনেকটাই বেশি। শুরুতেই যেটা বলা হয়েছিল, শুধু সাধ থাকলেই হবে না, সাধ্যরও প্রয়োজন। বিশ্বকাপ ট্রফির একেকটি রেপ্লিকার দাম অন্তত ২.৫ কোটি টাকা!

বাংলার এই সংস্থা প্রথম বার বিশ্বকাপ রেপ্লিকা সরবরাহের বরাত পেয়েছে তা নয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফিফার উদ্যোগে ছাড়া হয়েছিল ১৯৯টি রেপ্লিকা ট্রফি। বিশ্বকাপ আর্জেন্টিনায় গেলেও তার রেপ্লিকা সংগ্রহে রাখার সুযোগ হয়েছিল ১৯৯ জনের। ক্রিকেট বিশ্বকাপে সার্ক-এর অন্তর্ভূক্ত দেশের মধ্যে থাকছে ১১টি ট্রফি! যার সাধ ও সাধ্য দুইই আছে, এই মূল্যবান স্মৃতি সংগ্রহে থেকে যাবে হয়তো। অনেকেই ইতিমধ্যে বুক করে ফেলেছেন এই রেপ্লিকা। যদিও তাঁদের নাম এখনই প্রকাশ্যে আনতে চাইছে না এই সংস্থা। আইসিসিও হয়তো খুব তাড়াতাড়িই এই রেপ্লিকার কথা ঘোষণা করবে তাদের সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply