ইডেনে প্রস্তুতিতে গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: রাহুল সাধুখাঁImage Credit source: OWN Photograph
রক্তিম ঘোষ
কলকাতা: ম্যাক্সির ম্যাজিক ইনিংস থেকে এখনও বেরোতে পারেনি ক্রিকেট বিশ্ব। সেই মুহূর্ত ভোলা যাবেই বা কী করে! ওয়াংখেড়েতে আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। রান তাড়ায় অপরাজিত ২০১! সবচেয়ে অবাক করেছিল সেঞ্চুরির পরের অংশ। প্রচণ্ড গরম, ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিং। পায়ে ক্র্যাম্প হয় ম্যাক্সির। ঠিকমতো দৌড়তেই পারছিলেন না। এমনকি সেঞ্চুরির পর থেকে হাতে গোনা কিছু সিঙ্গল নিয়েছেন। তাও হেঁটে হেঁটে। ব্যাটিংয়ে কোনও ফুটওয়ার্ক ছিল না। থাকবেই বা কী করে! পা-ই তো সরাতে পারছিলেন না। জায়গায় দাঁড়িয়ে একের পর এক অবিশ্বাস্য শট। লিগ পর্বের শেষ ম্যাচে ম্যাক্সিকে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের আগে অজিদের অন্যতম ভরসা ম্যাক্সি। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ইডেনে প্রস্তুতি সেরেই দ্রুত হাসপাতালে ছুটলেন ম্যাক্সওয়েল! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…