Kolkata Metro: ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালের রাতেও স্পেশাল মেট্রো, কখন ছাড়বে?


কলকাতা: রাউন্ড রবিন শেষ। এবার নকআউটের খেলা শুরু। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচের জন্য ইডেনে টিকিটের চাহিদা তুঙ্গে। ক্রিকেটের নন্দনকাননের গ্যালারিতে ভিড় উপচে পড়বে ক্রীড়াপ্রেমীদের। ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ বন্দোবস্ত রাখছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। ইডেনের ম্যাচ শেষে রাতে এক জোড়া স্পেশাল মেট্রো থাকবে দর্শকদের অপেক্ষায়।

এসপ্ল্যানেড স্টেশন থেকে একজোড়া স্পেশাল মেট্রো চালানো হবে ইডেনে বিশ্বকাপের সেমিফাইনালের রাতে। রাত পৌনে ১১টার সময় এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো যাবে কবি সুভাষের উদ্দেশে এবং একটি রওনা দেবে দক্ষিণেশ্বরের উদ্দেশে। উভয় প্রান্তেই মেট্রোগুলি পৌঁছে যাবে রাত ১১টা ১৮ মিনিটে। যাত্রাপথে মধ্যবর্তী সব স্টেশনে থামবে এই স্পেশাল মেট্রোগুলি। তাই শহরের যানজট এড়িয়ে কিংবা অ্যাব ক্যাবের ঝক্কি এড়িয়ে খুব অল্প সময়েই বাড়ি ফিরতে পারবেন আপনি।

উল্লেখ্য, ইডেনে যখনই কোনও বড় ম্যাচ হয়েছে, তখনই শহর ও শহরতলির ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ বন্দোবস্ত করেছে কলকাতা মেট্রো। এর আগেই ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচগুলির জন্য স্পেশাল মেট্রোর ব্যবস্থা রাখা হয়েছিল। যদিও ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ মেট্রোর নির্ধারিত সময়সূচির মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। ফলে সেই রাতে স্পেশাল মেট্রো পরিষেবা ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত অপ্রয়োজনের কারণে সিদ্ধান্ত বদল করা হয়েছিল।

শুধু বিশ্বকাপের ম্যাচের জন্যই নয়, অতীতে আইপিএলের সময়েও স্পেশাল মেট্রো পরিষেবা চালানো হয়েছিল। আবার যুবভারতীতে আইএসএল-এর ম্যাচের দিন কিংবা ডার্বির দিনও ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে স্পেশাল পরিষেবা চালানো হয়।

Leave a Reply