অজি শিবিরে ম্যাক্সওয়েলকে নিয়ে ‘নিম্নচাপের’ মতোই চিন্তা!


কলকাতা: সব তো ঠিকই ছিল! হঠাৎ কেমন যেন দ্বিধা তৈরি করল অস্ট্রেলিয়া শিবিরেও। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তেইশের বিশ্বকাপ শুরু হয়েছে অত্যন্ত খারাপ। প্রথম ম্যাচেই ভারতের কাছে হার। দ্বিতীয় ম্য়াচেই প্রোটিয়াদের বিরুদ্ধে পরাজয়। শিবিরে ভয় ধরছিল, ইংল্যান্ডের মতো হবে না তো! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এ বার কার্যত ফিরেছে খালি হাতেই। লিগ পর্বে নয় ম্যাচে মাত্র তিনটি জয়। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের এমন পারফরম্য়ান্স দেখেনি ক্রিকেট প্রেমীরা। অস্ট্রেলিয়া অবশ্য ঘুরে দাঁড়িয়েছে। একের পর এক জয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে। তাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। হঠাৎই তাঁকে নিয়ে অঙ্ক কষতে হচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লিগ পর্বের একটি ম্যাচে পাওয়া যায়নি ম্যাক্সওয়েলকে। মজার বিষয় হল, ক্রিকেট মাঠে চোট লাগেনি তাঁর! এই নিয়ে বছরে দু-বার উদ্ভট চোটে সমস্যায় পড়েছেন ম্যাক্সি। বার্থ ডে পার্টিতে গিয়ে চোটে পেয়েছিলেন। আর কিছুদিন আগে গল্ফ খেলতে গিয়ে। কনকাশনে এক ম্যাচ খেলা হয়নি। গ্রুপ লিগে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর অভাবনীয় ইনিংসেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল অস্ট্রেলিয়ার। মাত্র ৯১ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হয়ে ‘একাই দুশো’ হয়ে দাঁড়ান ম্যাক্সওয়েল।

ওয়াংখেড়েতে অপরাজিত ২০১ রানের ইনিংস। সেঞ্চুরির পর কার্যত এক পায়েই ব্যাট করেছেন! পা নড়ছিল না। দৌড়তে পারছিলেন না। তাঁকে রিটায়ার্ড আউটেরও পরামর্শ দেওয়া হয়েছিল। অ্যাডাম জাম্পা নামার প্রস্তুতি নিয়েছিলেন। ম্যাক্সি মাঠ ছাড়েননি। জাম্পাকে বাউন্ডারি লাইন থেকেই ফেরৎ পাঠান। সেঞ্চুরি থেকে ম্যাচ জেতানো অবধি খুব প্রয়োজনে সিঙ্গল নিয়েছেন হেঁটে হেঁটে। বাকি বাউন্ডারির বাহার। যে ইনিংসের প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও!

গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেয় অস্ট্রেলিয়া। তারপরও প্রশ্ন উঠছে, ম্যাক্সওয়েল কি পারবেন ইডেনে নামতে? এখনও পায়ে ব্যথা অনুভব করছেন ম্যাক্সি। মঙ্গলবার অনুশীলনও করেন। এরপরই তড়িঘড়ি আলিপুরের এক বেসরকারি হাসপাতাল ছোটেন চোট পরীক্ষা করতে। ম্যাক্সওয়েলকে খেলাতে মরিয়া অজি থিঙ্ক ট্যাঙ্ক। ম্যাক্সিকে পেতে কলকাতার চিকিৎসকদের উপরও ভরসা করছে অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম। ম্যাক্সওয়েলের উপর নজর রেখেছে অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম। তেমনই বৃহস্পতিবারের ম্যাচে অজি হার্ড হিটারকে মাঠে নামাতে তৎপর কলকাতার চিকিৎসকরা। তারাও চাইছেন ইডেনে ম্যাক্সওয়েল ঝড় দেখতে।

দ্বিধা রয়েছে বেশ কিছু কারণে। ম্যাক্সির চোট যদি বাড়ে! অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেও তাঁকে না পাওয়ার ঝুঁকি থাকবে। আবার সেমিফাইনালে তাঁকে না খেলালে বিপদে পড়তে পারে দল। অজি স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার একমাত্র অ্যাডাম জাম্পা। ইডেনের বাইশগজে স্পিনাররা সাহায্য পেয়েছেন। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দু-দলের প্রস্তুতিতে নজর পড়ল স্পিন-কেন্দ্রীক প্র্যাক্টিস। ম্যাক্সওয়েল যেমন স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে পারেন, তেমনই তাঁর অফস্পিন ভরসা দেয় দলকে। অজি শিবির যে আশঙ্কায় রয়েছে, তাঁর নমুনা মিলল অস্ট্রেলিয়ার অনুশীলনেই। ডেভিড ওয়ার্নারও বোলিং অনুশীলন করলেন। ম্যাচে যদি হাত ঘোরাতে হয়!

নিম্নচাপের কারণে ইডেনের সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কতটা প্রভাব ফেলবে, বলা কঠিন। অজি শিবিরে তা নিয়ে চিন্তা রয়েছে। কোনও কারণে বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে ফাইনালের পথ বন্ধ অস্ট্রেলিয়ার। ম্যাক্সিকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও নিম্নচাপেরই পরিস্থিতি। খেলালে ঝুঁকি, না খেলালেও!

Leave a Reply